www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মম হৃদয়ে সখী দোলে

দোলে - দোলে,
মম হৃদয়ে সখী দোলে !
এ'বসন্ত বাতায়নে প্রেমো উদাসী
হাওয়া বহে -
"সুগন্ধে হৃদয়ে নেশা জাগে " পরভৃত
নাচে
আনন্দে বনে।
তুমি গাও - গাও হে গীত কুহূ কুহূ
সুরে -
সখী এসেছে গৃহে এই খনে
ফিরে।
দোলে - দোলে, মম
হৃদয়ে মাঝে সখী দলে।

ঐ'তমঃ নভেঃ আজ জ্বলছে ভানু,
কিরণে ফুটেছে
বৃক্ষে প্রসূন -
অমৃত সুরে বাজে বেণু !
পবনে লহরী সম দুলছে তা আনন্দে
নেচে , সখী
দোলে আজ মম হৃদয়ে বসে।
দোলে - দোলে, মম হৃদয়ে
সখী দোলে।

তবে, মিছে অকারণে কেন অবয়বে
ধুলা মাখি? হৃদয়
কুঠারে এসেছে ফিরে সখী, নব
ফুল ফল সুগন্ধ
দিয়ে করি তারে বরণ - বসন্ত পবনে
হৃদয়ে
দোলে সখী!! এসেছে ফিরে
মোর সখী।
ঐ'তবো ধুলা মাখা চরণে মাথা নতো
করেছি হে
এইখনে - অভিমান সবি ভুলি, তারে নব
রংয়ে নয়নের
কাজলে আমি আঁকি।
দোলে দোলে, মম হৃদয়ে
দোলে সখী।
উজ্জ্বল সরদার
দাকোপ - খুলনা।
------------★ ------------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৩/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জয় শর্মা ৩০/০৩/২০১৬
    বসন্তের কৌকিলের স্বর, এর মত সুন্দর কবিতাটিও
  • পরশ ৩০/০৩/২০১৬
    অনেক অনেক সুন্দর
  • নির্ঝর ৩০/০৩/২০১৬
    ভাল
  • পদ্মনীল ৩০/০৩/২০১৬
    bes
 
Quantcast