নিধিরাম
নিধিরাম জীবনভর জীবনের অর্থ খোজে জাগতিক অর্থ, মোহ, ভালোবাসায়...
অবিরাম ব্যস্ত ত্রস্ততায়
জীবনের গলিপথ জুড়ে ঘুড়ে থামে, পোড়ে আবার এগিয়ে যায়
ভাবে এইতো আরেকটু এগিয়ে গেলেই বুঝি জীবনটা বদলায়।
অর্থহীন জীবন গা সওয়া স্বার্থ সান্ত্বনায় নির্জীব ক্রীতদাস
এখানে কখনও ওখানে
মুখগোজা অর্থবৃত্ত পাড়ে
ব্যর্থ জীবনের রোদজ্বরে
অপচয়ের সঞ্চয় ঘুণে সময়ের শেষমেশ অবশেষ
জীবনের পড়ন্ত বিকেলে ভ্রমের অসুখ সারলে খানিক
ঘোর ভাঙ্গে মৃত্যুছায়ার নাচনে
ভাবে নিধিরাম ভারি তো দেখি অনিবার্য কার্য-দায়িত্ব?
চলে এলো ঠিকঠাক একদম দেখি প্রকৃতি-আয়োজনে
পাওয়া হলোনা অনেক চাওয়াও তো মিটলোনা
তবেতো জীবন আসলে কৃপণ সময়জ্ঞানহীন ছলনা............।।
অবিরাম ব্যস্ত ত্রস্ততায়
জীবনের গলিপথ জুড়ে ঘুড়ে থামে, পোড়ে আবার এগিয়ে যায়
ভাবে এইতো আরেকটু এগিয়ে গেলেই বুঝি জীবনটা বদলায়।
অর্থহীন জীবন গা সওয়া স্বার্থ সান্ত্বনায় নির্জীব ক্রীতদাস
এখানে কখনও ওখানে
মুখগোজা অর্থবৃত্ত পাড়ে
ব্যর্থ জীবনের রোদজ্বরে
অপচয়ের সঞ্চয় ঘুণে সময়ের শেষমেশ অবশেষ
জীবনের পড়ন্ত বিকেলে ভ্রমের অসুখ সারলে খানিক
ঘোর ভাঙ্গে মৃত্যুছায়ার নাচনে
ভাবে নিধিরাম ভারি তো দেখি অনিবার্য কার্য-দায়িত্ব?
চলে এলো ঠিকঠাক একদম দেখি প্রকৃতি-আয়োজনে
পাওয়া হলোনা অনেক চাওয়াও তো মিটলোনা
তবেতো জীবন আসলে কৃপণ সময়জ্ঞানহীন ছলনা............।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।