আজগুবি দুপুর
নির্বাক সব হাহাকার দীর্ঘ দীর্ঘশ্বাস হয়ে
নীল আকাশটা ছেয়ে কালো মেঘে মেঘে
বরষার ঋণ শুধবে একদিন
অঝোর বৃষ্টি হয়ে শহুরে কার্নিশ বেয়ে
চুপসে যাওয়া রোদ হবে ভিজে চুপচুপে
হয়তো কোনো এক আজগুবি দুপুরে
ভিখিরি উদ্বাস্তু বখে যাওয়া পথহারা
অহেতুক আনন্দে অযথা ভাসবে ওরা
টাকার বস্তা পকেটে সকল নিঃস্ব যুবক
হাসবে সুখ অনুভবে দিনমান দিশেহারা
অন্ধকারে কালো রংয়ের ঢং চাপিয়ে
নামে রাত্রি আসবে আলোকিত রুপে
সূর্য উঠবে দিনরাতে রোজ দুবার করে
হয়তো কোনো এক আজগুবি দুপুরে
বোবা-মূকের কণ্ঠে অনাবিল সুর লয়
অন্ধরা দেখবে পথ গন্ধ শুকে নয়
নেশার ঘোড়া ছুটবে অসহায় চোখে
কাটবেনা ঘোর নিঃসঙ্গ পথিক নির্ভয়
রোদের আলো ফুরোবেনা সন্ধ্যে মিলিয়ে
যুগলের চুম্বন দুপুরটাকে বিকেলের ভুলে
সূর্য উঠবে দিনরাতে রোজ দুবার করে
হয়তো কোনো এক আজগুবি দুপুরে
নীল আকাশটা ছেয়ে কালো মেঘে মেঘে
বরষার ঋণ শুধবে একদিন
অঝোর বৃষ্টি হয়ে শহুরে কার্নিশ বেয়ে
চুপসে যাওয়া রোদ হবে ভিজে চুপচুপে
হয়তো কোনো এক আজগুবি দুপুরে
ভিখিরি উদ্বাস্তু বখে যাওয়া পথহারা
অহেতুক আনন্দে অযথা ভাসবে ওরা
টাকার বস্তা পকেটে সকল নিঃস্ব যুবক
হাসবে সুখ অনুভবে দিনমান দিশেহারা
অন্ধকারে কালো রংয়ের ঢং চাপিয়ে
নামে রাত্রি আসবে আলোকিত রুপে
সূর্য উঠবে দিনরাতে রোজ দুবার করে
হয়তো কোনো এক আজগুবি দুপুরে
বোবা-মূকের কণ্ঠে অনাবিল সুর লয়
অন্ধরা দেখবে পথ গন্ধ শুকে নয়
নেশার ঘোড়া ছুটবে অসহায় চোখে
কাটবেনা ঘোর নিঃসঙ্গ পথিক নির্ভয়
রোদের আলো ফুরোবেনা সন্ধ্যে মিলিয়ে
যুগলের চুম্বন দুপুরটাকে বিকেলের ভুলে
সূর্য উঠবে দিনরাতে রোজ দুবার করে
হয়তো কোনো এক আজগুবি দুপুরে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাওছার আহম্মেদ ০৪/০৩/২০১৫অনেক সুন্দর লিখেছেন।
-
রহমান মোস্তাফিজ ০১/০৩/২০১৫কাব্যিক
-
সবুজ আহমেদ কক্স ০৯/০২/২০১৫anek bar pora holo
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৬/০১/২০১৫অপেক্ষায় রইলাম সেই আজগুবি দুপুরের।
-
কুয়াশা রায় ২৫/০১/২০১৫বেশ ভাল।
-
আবিদ আল আহসান ২৪/০১/২০১৫nice
-
সবুজ আহমেদ কক্স ২৪/০১/২০১৫valo laglo
-
স্বপন রোজারিও(১) ২৪/০১/২০১৫সুন্দর হয়েছে।