নীলকন্ঠী নীলাদ্রি
কথাচ্ছলে আসলো উঠে, নামটি তাহার বাজলো কানে
পাশ থেকে কে যেন বলে উঠলো,
হয়তো একবার, নয়তো দু’বার!
কি প্রসঙ্গে কে জানে!!
নীলাদ্রি সে নামে নীলকন্ঠী মিশিয়ে।
অনুভূতিগুলো হঠাৎই প্রশ্নবাণে ভিজিয়ে গেলো
শুধালো আমায় নীলকণ্ঠী সে কোন নীলে??
ভীষন বেদনায় ব্যথাতুর নীল বিষে?
নাকি স্পর্শের বাইরে কোন ডানামেলা গাঙচিল
দূর আকাশের বিশাল নীলে নীলে?
আমার আমিটা উত্তর খুজে ফিরলো
অনুভূতির প্রশ্নে মনের গলিপথে;
হয়তোবা কণ্ঠ নীল সে
অনুভূতি মোড়ানো কবিতার পাতার
ভাজে ভাজে একগুচ্ছ সুনীলে,
হয়তোবা কণ্ঠ নীল নীলাদ্রি
মোহনীয় কণ্ঠের মুগ্ধ নীলে,
অথবা হয়তো ডানা ঝাপটে বেড়ানো
সাইবেরিয়ান কোন অতিথি রাজহংসী
কুয়াশাভেজা শীত সকাল বিল-পুকুরে।।
অস্পষ্ট বোধে উত্তরটা দেয়া হলোনা
অনুভুতিকে বললাম কাছে ডেকে,
যদি কখনো দেখা হয় সে নীলকন্ঠী নীলে
জিজ্ঞেস করে উত্তর জেনে দেবো তোমায়
কেন নীলকন্ঠী সে?
কোন রকমফেরীর নীলে......।।
পাশ থেকে কে যেন বলে উঠলো,
হয়তো একবার, নয়তো দু’বার!
কি প্রসঙ্গে কে জানে!!
নীলাদ্রি সে নামে নীলকন্ঠী মিশিয়ে।
অনুভূতিগুলো হঠাৎই প্রশ্নবাণে ভিজিয়ে গেলো
শুধালো আমায় নীলকণ্ঠী সে কোন নীলে??
ভীষন বেদনায় ব্যথাতুর নীল বিষে?
নাকি স্পর্শের বাইরে কোন ডানামেলা গাঙচিল
দূর আকাশের বিশাল নীলে নীলে?
আমার আমিটা উত্তর খুজে ফিরলো
অনুভূতির প্রশ্নে মনের গলিপথে;
হয়তোবা কণ্ঠ নীল সে
অনুভূতি মোড়ানো কবিতার পাতার
ভাজে ভাজে একগুচ্ছ সুনীলে,
হয়তোবা কণ্ঠ নীল নীলাদ্রি
মোহনীয় কণ্ঠের মুগ্ধ নীলে,
অথবা হয়তো ডানা ঝাপটে বেড়ানো
সাইবেরিয়ান কোন অতিথি রাজহংসী
কুয়াশাভেজা শীত সকাল বিল-পুকুরে।।
অস্পষ্ট বোধে উত্তরটা দেয়া হলোনা
অনুভুতিকে বললাম কাছে ডেকে,
যদি কখনো দেখা হয় সে নীলকন্ঠী নীলে
জিজ্ঞেস করে উত্তর জেনে দেবো তোমায়
কেন নীলকন্ঠী সে?
কোন রকমফেরীর নীলে......।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ১৫/০১/২০১৫চমৎকার লিখেছেন, ধন্যবাদ ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/১১/২০১৪কবিতার নামটি বেশী সুন্দর হয়েছে।
-
মোহাম্মদ তারেক ২৬/১১/২০১৪ভাল লাগল।
-
অ ২৬/১১/২০১৪খুব ভালো হয়েছে ।
-
রক্তিম ২৬/১১/২০১৪ব্যথার বিষে নীল নাকি য্ন্ত্রনায় নীল... জানিনা তুমি বলে দেবে ।
বাহ খুব ভাল এই নীলকন্ঠী নিলাদ্রি । -
... ২৬/১১/২০১৪ভালো লাগলো।
-
শম্পা ২৬/১১/২০১৪সুন্দর হয়েছে।
-
মোঃ আবদুল করিম ২৬/১১/২০১৪খুবই ভালো হয়েছে