আমি আর আসবোনা
চাইছো হয়তো আমি যাই হারিয়ে
দূর নীলিমার রোদ্দুরে
ভাবছো হয়তো তুমি সুখপাখি হবে
বহুদূরে আমি গেলে
তাই রেখে গেলাম খোলা আকাশ
হয়ে বেদনায় বিচ্ছিন্ন
আজ তোমার জন্য কোরে নিজেকে
আমি আকাশহীন নিশ্চিহ্ন।
আমি আর আসবোনা
রং বর্ণহীন স্মৃতিতে তোমায়
পিছু ফিরে আর দেখবোনা।
আমি আর আসবোনা
মায়াবী গানের কথা ভালবাসায়
সুর হয়ে আর ফিরবোনা।
খুব বৃষ্টি দিনে, স্মৃতির কোণে
বিষাদের মেঘে পড়লে মনে
আমি সূর্য হবো, মেঘ সরাবো
মেঘ পোড়াবো রোদের আঁচে
তবুও কখনও ফিরবোনা আর
পথ হারিয়েও পথভুলে
তোমার ভালবাসার বাক্সে বন্দী
একচোখা পুতুল হতে
আমি আর আসবোনা
রং বর্ণহীন স্মৃতিতে তোমায়
পিছু ফিরে আর দেখবোনা।
আমি আর আসবোনা
মায়াবী গানের কথা ভালবাসায়
সুর হয়ে আর ফিরবোনা।
একা নিঝুম রাতে, চাদ তারাতে
এসে দাড়ালে মাতাল কল্পনাতে
আমি ঘুম হবো, রাত পোহাবো
তোমায় ফুরাবো ঘুমের ঘোরে
তবুও কখনও ফিরবোনা আর
পথ হারিয়েও পথভুলে
মিথ্যে মায়ার সাথে সন্ধি
কল্পনায় বিভোর হতে
আমি আর আসবোনা
রং বর্ণহীন স্মৃতিতে তোমায়
পিছু ফিরে আর দেখবোনা।
আমি আর আসবোনা
মায়াবী গানের কথা ভালবাসায়
সুর হয়ে আর ফিরবোনা।
দূর নীলিমার রোদ্দুরে
ভাবছো হয়তো তুমি সুখপাখি হবে
বহুদূরে আমি গেলে
তাই রেখে গেলাম খোলা আকাশ
হয়ে বেদনায় বিচ্ছিন্ন
আজ তোমার জন্য কোরে নিজেকে
আমি আকাশহীন নিশ্চিহ্ন।
আমি আর আসবোনা
রং বর্ণহীন স্মৃতিতে তোমায়
পিছু ফিরে আর দেখবোনা।
আমি আর আসবোনা
মায়াবী গানের কথা ভালবাসায়
সুর হয়ে আর ফিরবোনা।
খুব বৃষ্টি দিনে, স্মৃতির কোণে
বিষাদের মেঘে পড়লে মনে
আমি সূর্য হবো, মেঘ সরাবো
মেঘ পোড়াবো রোদের আঁচে
তবুও কখনও ফিরবোনা আর
পথ হারিয়েও পথভুলে
তোমার ভালবাসার বাক্সে বন্দী
একচোখা পুতুল হতে
আমি আর আসবোনা
রং বর্ণহীন স্মৃতিতে তোমায়
পিছু ফিরে আর দেখবোনা।
আমি আর আসবোনা
মায়াবী গানের কথা ভালবাসায়
সুর হয়ে আর ফিরবোনা।
একা নিঝুম রাতে, চাদ তারাতে
এসে দাড়ালে মাতাল কল্পনাতে
আমি ঘুম হবো, রাত পোহাবো
তোমায় ফুরাবো ঘুমের ঘোরে
তবুও কখনও ফিরবোনা আর
পথ হারিয়েও পথভুলে
মিথ্যে মায়ার সাথে সন্ধি
কল্পনায় বিভোর হতে
আমি আর আসবোনা
রং বর্ণহীন স্মৃতিতে তোমায়
পিছু ফিরে আর দেখবোনা।
আমি আর আসবোনা
মায়াবী গানের কথা ভালবাসায়
সুর হয়ে আর ফিরবোনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ১৪/১০/২০১৪দারুন
-
জসীম উদ্দীন মুহম্মদ ১৪/১০/২০১৪বেশ ভাল লিখা --!