www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিবর্তিত বাংলা

কতো হাহাকার সয়ে আর্তনাদ বয়ে তবুও
মুখে বলি
হোক বাংলার জয়
আজ সংশয়ে কাপি বাংলার বুকে মাগো
এখন তোমার
বাঙালীতেই যতো ভয়

মাগো আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে
এই কথাটা
আজ মেলেই না
শান্তিরা কোথায় যেন গেছে হারিয়ে দূরে
সব ছেড়েছে
এই বাংলার সীমানা

দেখি কি নিদারুণ দুর্দশায় জর্জরিত বাংলায়
হচ্ছে প্রতিমুহূর্তে
রাজনীতির অবক্ষয়
মুখোশধারী সব স্বার্থান্বেষীরা গেড়েছে আসন ক্ষয়
করতে বাংলাকে
জয় করতে নয়

ক্ষমতালোভীদের কালো থাবায় রক্ত ঝরছে আবার
এই বাংলায়
গনতন্ত্র হচ্ছে ধ্বংস
রাজনীতির নামে লুটেপুটে খাচ্ছে নির্লজ্জের মতো
ওরা সব
শেয়াল শকুনের শিষ্য

সাহসী বীর বাঙালীরা সব আড়ালে থাকে
মুখ লুকিয়ে
আপন চোরের উপদ্রপে
বিদ্রোহী কবির উন্নত শির নত আজ
ঘৃণা লজ্জায়
শতো দুর্নীতির অপবাদে

বাংলার স্বাধীনতা চায়নি যারা তারাই ওড়ায়
স্বাধীনতার পতাকা
কে দিলো অধিকার
ওরা ধর্মের নামে মিথ্যাচার করে বাঁচে
শালা হারামিগুলো
সব একাত্তরের রাজাকার

মাগো চরিত্র হারিয়ে অচেনা বাঙালী কুড়ায়
আজ পৃথিবীর
অপবাদ আর ধিক
আবারও হয়তো বীর বাঙালীর ঘুম ভাঙলে
ধনধান্য পুষ্পে
ভরে উঠবে চারিদিক।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast