বিবর্তিত বাংলা
কতো হাহাকার সয়ে আর্তনাদ বয়ে তবুও
মুখে বলি
হোক বাংলার জয়
আজ সংশয়ে কাপি বাংলার বুকে মাগো
এখন তোমার
বাঙালীতেই যতো ভয়
মাগো আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে
এই কথাটা
আজ মেলেই না
শান্তিরা কোথায় যেন গেছে হারিয়ে দূরে
সব ছেড়েছে
এই বাংলার সীমানা
দেখি কি নিদারুণ দুর্দশায় জর্জরিত বাংলায়
হচ্ছে প্রতিমুহূর্তে
রাজনীতির অবক্ষয়
মুখোশধারী সব স্বার্থান্বেষীরা গেড়েছে আসন ক্ষয়
করতে বাংলাকে
জয় করতে নয়
ক্ষমতালোভীদের কালো থাবায় রক্ত ঝরছে আবার
এই বাংলায়
গনতন্ত্র হচ্ছে ধ্বংস
রাজনীতির নামে লুটেপুটে খাচ্ছে নির্লজ্জের মতো
ওরা সব
শেয়াল শকুনের শিষ্য
সাহসী বীর বাঙালীরা সব আড়ালে থাকে
মুখ লুকিয়ে
আপন চোরের উপদ্রপে
বিদ্রোহী কবির উন্নত শির নত আজ
ঘৃণা লজ্জায়
শতো দুর্নীতির অপবাদে
বাংলার স্বাধীনতা চায়নি যারা তারাই ওড়ায়
স্বাধীনতার পতাকা
কে দিলো অধিকার
ওরা ধর্মের নামে মিথ্যাচার করে বাঁচে
শালা হারামিগুলো
সব একাত্তরের রাজাকার
মাগো চরিত্র হারিয়ে অচেনা বাঙালী কুড়ায়
আজ পৃথিবীর
অপবাদ আর ধিক
আবারও হয়তো বীর বাঙালীর ঘুম ভাঙলে
ধনধান্য পুষ্পে
ভরে উঠবে চারিদিক।।
মুখে বলি
হোক বাংলার জয়
আজ সংশয়ে কাপি বাংলার বুকে মাগো
এখন তোমার
বাঙালীতেই যতো ভয়
মাগো আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে
এই কথাটা
আজ মেলেই না
শান্তিরা কোথায় যেন গেছে হারিয়ে দূরে
সব ছেড়েছে
এই বাংলার সীমানা
দেখি কি নিদারুণ দুর্দশায় জর্জরিত বাংলায়
হচ্ছে প্রতিমুহূর্তে
রাজনীতির অবক্ষয়
মুখোশধারী সব স্বার্থান্বেষীরা গেড়েছে আসন ক্ষয়
করতে বাংলাকে
জয় করতে নয়
ক্ষমতালোভীদের কালো থাবায় রক্ত ঝরছে আবার
এই বাংলায়
গনতন্ত্র হচ্ছে ধ্বংস
রাজনীতির নামে লুটেপুটে খাচ্ছে নির্লজ্জের মতো
ওরা সব
শেয়াল শকুনের শিষ্য
সাহসী বীর বাঙালীরা সব আড়ালে থাকে
মুখ লুকিয়ে
আপন চোরের উপদ্রপে
বিদ্রোহী কবির উন্নত শির নত আজ
ঘৃণা লজ্জায়
শতো দুর্নীতির অপবাদে
বাংলার স্বাধীনতা চায়নি যারা তারাই ওড়ায়
স্বাধীনতার পতাকা
কে দিলো অধিকার
ওরা ধর্মের নামে মিথ্যাচার করে বাঁচে
শালা হারামিগুলো
সব একাত্তরের রাজাকার
মাগো চরিত্র হারিয়ে অচেনা বাঙালী কুড়ায়
আজ পৃথিবীর
অপবাদ আর ধিক
আবারও হয়তো বীর বাঙালীর ঘুম ভাঙলে
ধনধান্য পুষ্পে
ভরে উঠবে চারিদিক।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরীফুল ইসলাম আরশ ১৫/০৯/২০১৪ইয়ুত্য
-
তাইবুল ইসলাম ১৪/০৯/২০১৪অসাধারন কবিতার ভাষা ব্যবহার
শুভকামনা রইল