স্বপ্নপুর
চল গাড়ি চল স্বপ্নপুর
ভাঙ্গাচোরা মন বয়ে আজীবন
আর যাবি কতোদূর?
বল আর কতোদূর?
বল লাভ কি এতো দিক্বিদিক ছুটে
ফেরিয়াল বার্নিশে ঘূণ লোকাল পথে
আর যাবি কতোদূর?
বল আর কতোদূর?
চল গাড়ি চল স্বপ্নপুর।।
দোটানার গাড়ি বহুদূরের পাড়ে
বাজিয়ে বাঁশি একমুহূর্ত ফেরে
নিয়ে ফিরে আবারো সেখানে
আছে ঘুমিয়ে যেখানে মনকাদানো
প্রিয় টিংকারবেল সেই ঘুমকাতুরে,
চল ছুটে আরো জোর লাগিয়ে
এই বন্ধ মনের ষ্টেশন পেরিয়ে
কমে আসছে যে রোদ্দুর
চল গাড়ি চল স্বপ্নপুর।।
রোমিওর সেই হোমিওপ্যাথের দোকানে
পিছিয়ে সময় আবারো সেখানে,
আবারো আমায় ফিরিয়ে দিতে
যেখানে ছোট্ট বোতলবন্দী ভালোবাসা
এখনো দুষ্টুমিতে ভরা সঙ্গোপনে,
চল ছুটে আরো জোর লাগিয়ে
এই বন্ধ মনের ষ্টেশন পেরিয়ে
কমে আসছে যে রোদ্দুর
চল গাড়ি চল স্বপ্নপুর।।
ভাঙ্গাচোরা মন বয়ে আজীবন
আর যাবি কতোদূর?
বল আর কতোদূর?
বল লাভ কি এতো দিক্বিদিক ছুটে
ফেরিয়াল বার্নিশে ঘূণ লোকাল পথে
আর যাবি কতোদূর?
বল আর কতোদূর?
চল গাড়ি চল স্বপ্নপুর।।
দোটানার গাড়ি বহুদূরের পাড়ে
বাজিয়ে বাঁশি একমুহূর্ত ফেরে
নিয়ে ফিরে আবারো সেখানে
আছে ঘুমিয়ে যেখানে মনকাদানো
প্রিয় টিংকারবেল সেই ঘুমকাতুরে,
চল ছুটে আরো জোর লাগিয়ে
এই বন্ধ মনের ষ্টেশন পেরিয়ে
কমে আসছে যে রোদ্দুর
চল গাড়ি চল স্বপ্নপুর।।
রোমিওর সেই হোমিওপ্যাথের দোকানে
পিছিয়ে সময় আবারো সেখানে,
আবারো আমায় ফিরিয়ে দিতে
যেখানে ছোট্ট বোতলবন্দী ভালোবাসা
এখনো দুষ্টুমিতে ভরা সঙ্গোপনে,
চল ছুটে আরো জোর লাগিয়ে
এই বন্ধ মনের ষ্টেশন পেরিয়ে
কমে আসছে যে রোদ্দুর
চল গাড়ি চল স্বপ্নপুর।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ১০/০১/২০১৫চমৎকার লেখেছেন
-
একনিষ্ঠ অনুগত ০৪/০৯/২০১৪ভালো লেগেছে। আরও ভালো হতে পারতো।