নিশাচর
আরে!! নিশাচর তুমি দেখি ঘুমে!!
হুমম তাতে ক্লান্তি কিছুটা কমে
তবে কি এবার রাত্রি জাগার শেষ??
বাহ! বাহ! নিশাচর বেশ বেশ
এই না হলে কি চলে?
পাছের লোকেরা যে তোমায় নষ্ট বলে
২
বদলে নিশাচর রাত্রিজাগার পুরনো অভ্যেস
রাতে এখন যখন সে শুধুই ঘুমায়
সেই পাছের লোকেরাই আবার মরে হিংসের জ্বালায়-->
উফফ!! নিশাচর তুমি এখনো ঘুমে???
বিশ্বেস হয়না দেখেও নিজের চোখে,
মূর্খের মতো শুধু ঘুমিয়ে কাটাও রাতে
ধিক্কার নিশাচর তোমার অবাক কাণ্ডকারখানাতে
৩
লোকের কথায়কাণ্ডে এবারে আরো বেশিই অবাক নিশাচর
এই আগে তো আবার এই পিছে লোকেরা তো ভীষণ স্বার্থপর !!
এই লোকের কথায়ই কিনা বদলে নিজের রাতজাগা অভ্যেস
লাভের আশায় জুটলো শুধু ধিক্কার আর গুড়েবালি
অতি শোকে নিশাচর হলো আবার রাতজাগাই শেষমেষ।।।
হুমম তাতে ক্লান্তি কিছুটা কমে
তবে কি এবার রাত্রি জাগার শেষ??
বাহ! বাহ! নিশাচর বেশ বেশ
এই না হলে কি চলে?
পাছের লোকেরা যে তোমায় নষ্ট বলে
২
বদলে নিশাচর রাত্রিজাগার পুরনো অভ্যেস
রাতে এখন যখন সে শুধুই ঘুমায়
সেই পাছের লোকেরাই আবার মরে হিংসের জ্বালায়-->
উফফ!! নিশাচর তুমি এখনো ঘুমে???
বিশ্বেস হয়না দেখেও নিজের চোখে,
মূর্খের মতো শুধু ঘুমিয়ে কাটাও রাতে
ধিক্কার নিশাচর তোমার অবাক কাণ্ডকারখানাতে
৩
লোকের কথায়কাণ্ডে এবারে আরো বেশিই অবাক নিশাচর
এই আগে তো আবার এই পিছে লোকেরা তো ভীষণ স্বার্থপর !!
এই লোকের কথায়ই কিনা বদলে নিজের রাতজাগা অভ্যেস
লাভের আশায় জুটলো শুধু ধিক্কার আর গুড়েবালি
অতি শোকে নিশাচর হলো আবার রাতজাগাই শেষমেষ।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ০৪/০৯/২০১৪বেশ ভালো লিখেছেন। নামে ধামে ঠিক থাকা চাই...
-
চূড়ান্ত ০৩/০৯/২০১৪ভালো লিখেছেন।
-
মোঃ সোহেল মাহমুদ ০৩/০৯/২০১৪ভালো লাগলো। আমার পাতায় আমন্ত্রণ...
-
শিমুদা ০২/০৯/২০১৪নিশাচর রাত জাগে। এখন সে ঘুমাচ্ছে। তাই তো এত কথা। ভাল লেগেছে।
-
এম কে সবুজ ০২/০৯/২০১৪মজা পাইলাম
-
মঞ্জুর হোসেন মৃদুল ০২/০৯/২০১৪বাহ বেশ লাগল।
-
জাজাফী ০২/০৯/২০১৪আনন্দ পেলাম। অন্যরকম লেখা।