ছেড়া শৈশব
ছেলেবেলার স্মৃতিগুলো হঠাৎ এসে ভিড় জমায়
রঙচঙে সেই কৈশোর আমার হারালো কোথায়?
ব্যস্ততার ত্রাসে কোথায় পালিয়ে গেছে সব??
দূর থেকেও বহুদূর,
ফাঁকি দিয়ে ডুকরে কাঁদে স্মৃতির এককোনায়।
পেতাম যদি ফিরে আবার
সেই উচ্ছল দিনগুলো,
বাস্তবতায় কুঁকড়ে যাওয়া কৈশোর
সেই সোনালি আলো।।।
যখন স্বপ্নগুলো ছোট ঠিক
আমার মতোই
ললিপপ আইসক্রিম জুড়ে চাওয়া
পাওয়া এটুকুই।
যখন আমি বুঝিনা স্বপ্ন কাকে বলে
শুধু রোদ্দুর বৃষ্টিতে ভেজা ছুটোছুটি ক্লান্তিহীন,
হয়ে দস্যি ছেলে খোলা আকাশটা জুড়ে
নাটাই সুতো আর ঘুড়ির পিছে সারাটাদিন।
পেতাম যদি ফিরে আবার
সেই উচ্ছল দিনগুলো,
বাস্তবতায় কুঁকড়ে যাওয়া কৈশোর
সেই সোনালি আলো।।।
অপেক্ষায় শুধু ছুটির ঘণ্টা
আনন্দ টিংটিং
একছুটে স্কুল মাঠ পেরিয়ে
স্বাধীন ঘাসফড়িং।
মায়ের বুকে নাক ঠেকিয়ে ঘুমের ঘোরে
রোজ রাতে ঘুরে বেড়াতাম মায়াপুরীর অলিগলি,
ঠোটের কোনে মুচকি হাসি স্বপ্নের ঘোরে
পরীদের দল চুলে কেটে গেলে বিলি।
পেতাম যদি ফিরে আবার
সেই উচ্ছল দিনগুলো,
বাস্তবতায় কুঁকড়ে যাওয়া কৈশোর
সেই সোনালি আলো।।।
রঙচঙে সেই কৈশোর আমার হারালো কোথায়?
ব্যস্ততার ত্রাসে কোথায় পালিয়ে গেছে সব??
দূর থেকেও বহুদূর,
ফাঁকি দিয়ে ডুকরে কাঁদে স্মৃতির এককোনায়।
পেতাম যদি ফিরে আবার
সেই উচ্ছল দিনগুলো,
বাস্তবতায় কুঁকড়ে যাওয়া কৈশোর
সেই সোনালি আলো।।।
যখন স্বপ্নগুলো ছোট ঠিক
আমার মতোই
ললিপপ আইসক্রিম জুড়ে চাওয়া
পাওয়া এটুকুই।
যখন আমি বুঝিনা স্বপ্ন কাকে বলে
শুধু রোদ্দুর বৃষ্টিতে ভেজা ছুটোছুটি ক্লান্তিহীন,
হয়ে দস্যি ছেলে খোলা আকাশটা জুড়ে
নাটাই সুতো আর ঘুড়ির পিছে সারাটাদিন।
পেতাম যদি ফিরে আবার
সেই উচ্ছল দিনগুলো,
বাস্তবতায় কুঁকড়ে যাওয়া কৈশোর
সেই সোনালি আলো।।।
অপেক্ষায় শুধু ছুটির ঘণ্টা
আনন্দ টিংটিং
একছুটে স্কুল মাঠ পেরিয়ে
স্বাধীন ঘাসফড়িং।
মায়ের বুকে নাক ঠেকিয়ে ঘুমের ঘোরে
রোজ রাতে ঘুরে বেড়াতাম মায়াপুরীর অলিগলি,
ঠোটের কোনে মুচকি হাসি স্বপ্নের ঘোরে
পরীদের দল চুলে কেটে গেলে বিলি।
পেতাম যদি ফিরে আবার
সেই উচ্ছল দিনগুলো,
বাস্তবতায় কুঁকড়ে যাওয়া কৈশোর
সেই সোনালি আলো।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ১৯/০৮/২০১৪জীবনটা সত্যিই তাই। আমার ও ইচেছ করে সেই সময়ে ফিরে যেতে। ভালো লাগলো। শুভেচ্ছা রইলো...
-
পিয়ালী দত্ত ১৮/০৮/২০১৪অসাধারন
-
শিমুদা ১৮/০৮/২০১৪শৈশব-কৈশোরের সোনার খাচায় বন্দী দনিগুলি মনে পড়ে। সে সব দিন কখনোই যেন ভুলে যাওয়ার নয়।
কবিতার কবিতায় দারুন ভাবে সেই হারানো দিন গুলিতে আবার ফিরতে চান। কিন্তু সময় আজ ভুলিয়েছে পথ।
ভাল লাগল। -
শিমুল শুভ্র ১৮/০৮/২০১৪তারণ্যে অভিনন্দন প্রিয় কবিবন্ধুবর
এখন থেকে আপনাকে যে কাজ গুলো করতে হবে-
১।আসরে নিয়মিত থাকতে হবে ।
২। নিয়মিত গঠন মুলক চিন্তা ধারায় কবিতা তৈরি করে পোষ্ট করতে হবে ।
৩।একটা কবিতা পোষ্ট করে ৫০ টি কবিতা পড়ার অভ্যেস গড়ে তুলতে হবে ।
৪। সবার পাতায় হাঁটতে হবে ।
৫।কবিতা পাঠ করার পর ঐ কবিতার সারাংশ তুলে এনে ভালো মন্দের বিচার করে মন্তব্য করতে হবে।
৬।মন্তব্য করার সময় খেয়াল রাখতে হবে ঐ লেখক যেন মনে কষ্ট না পায় ।সেই দিকে খেয়াল রাখতে হবে ।
৭।এডমিন এবং আসরের নিয়ম কানুন মেনে চলতে হবে ।
দেখবে এক বছর নিয়মিত থাকলে আপনি যোগ বিয়োগ মিলিয়ে দেখিবেন কত টা একটিভ হয়ে গেছেন আপনি ।
অনেক ভালোবাসা জানবেন । থাকুন কবিতায়নে ।