গল্প আষাঢ়ে বটে তবে স্পষ্ট
লোকটিকে একদিন এক বিকেলে হঠাৎ-ই "সে" জিজ্ঞেস করলো "আচ্ছা আমি দেখতে কেমন তোমার চোখে ?
উমম "ঠিক চাঁদের মতো" লোকটি উত্তর দিলো।
আহ্লাদিত "সে" আহলাদে নাক ফুলিয়া থুতনিতে একটি হাত রেখে কথাটি মিহি কণ্ঠে আরেকবার শোনার ইচ্ছায় বললো সত্যি??
লোকটি বললো হুম খুব সত্যিই তো।
আমার জগতে, আমার পাশে, আমার আলোতে তুমি "ঠিক চাঁদের মতোই সুন্দর"।
আমিতো কবি নই স্পষ্টভাষী রবি তাই আমার চোখে তুমি আবেগী নও রুপক সুন্দর। চাঁদের নিজস্ব কোন আলো নেই জানো নিশ্চয়ই??
স্পষ্ট করেই তো রবিচন্দ্র দুইয়ে মিলে নামে রাত্রিদিন প্রকৃতিতে, এই নিয়মেই তো গড়িয়াছেন ভুবন স্বয়ং পরমেশ্বর.........
"সে" কিছুই না বলে উঠে দাড়িয়ে সন্ধ্যার আলোর সাথে মিশে গেলো। তার চলে যাওয়া একটিবারের জন্যও মুখ তুলে দেখার প্রয়োজন বোধ করলোনা লোকটি।
ভাবলো কি আছে ওতে দেখবার? গোধূলির আলোতে তার চলে যাওয়াটা কি আর স্পষ্ট কোরে দেখা যাবে?
যা কিছু স্পষ্ট নয় তাতো হাজার চেষ্টাতেও স্পষ্টতায় দেখা যায়না। অস্পষ্টতার কোন রূপরেখাই যে স্পষ্ট হতে পারেনা জগতে...
উমম "ঠিক চাঁদের মতো" লোকটি উত্তর দিলো।
আহ্লাদিত "সে" আহলাদে নাক ফুলিয়া থুতনিতে একটি হাত রেখে কথাটি মিহি কণ্ঠে আরেকবার শোনার ইচ্ছায় বললো সত্যি??
লোকটি বললো হুম খুব সত্যিই তো।
আমার জগতে, আমার পাশে, আমার আলোতে তুমি "ঠিক চাঁদের মতোই সুন্দর"।
আমিতো কবি নই স্পষ্টভাষী রবি তাই আমার চোখে তুমি আবেগী নও রুপক সুন্দর। চাঁদের নিজস্ব কোন আলো নেই জানো নিশ্চয়ই??
স্পষ্ট করেই তো রবিচন্দ্র দুইয়ে মিলে নামে রাত্রিদিন প্রকৃতিতে, এই নিয়মেই তো গড়িয়াছেন ভুবন স্বয়ং পরমেশ্বর.........
"সে" কিছুই না বলে উঠে দাড়িয়ে সন্ধ্যার আলোর সাথে মিশে গেলো। তার চলে যাওয়া একটিবারের জন্যও মুখ তুলে দেখার প্রয়োজন বোধ করলোনা লোকটি।
ভাবলো কি আছে ওতে দেখবার? গোধূলির আলোতে তার চলে যাওয়াটা কি আর স্পষ্ট কোরে দেখা যাবে?
যা কিছু স্পষ্ট নয় তাতো হাজার চেষ্টাতেও স্পষ্টতায় দেখা যায়না। অস্পষ্টতার কোন রূপরেখাই যে স্পষ্ট হতে পারেনা জগতে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ৩০/১০/২০১৪লেখার ভিতরে ভাব আছে। হমম গুড।
-
আসোয়াদ লোদি ১৬/০৮/২০১৪শেষটা দারুণ বলেছেন । তবে গল্পটা অল্প হল যে ..
-
আহমাদ সাজিদ ১৩/০৮/২০১৪চমত্কার।
-
স্বপন রোজারিও(১) ১৩/০৮/২০১৪দারুন