একটা কৌতুক ও কিছু কথা
একটা কৌতুক ও আপনার সম্পর্কে ১০ টি তথ্য-
১. আপনি এখন এই লেখাটা পড়ছেন।
২. এবার একটু বিরক্ত ও হতাশ হচ্ছেন আর ভাবছেন কী বাজে স্টেটাস পড়ছি।
৪. তারপরও পড়ছেন আর ভাবছেন ৩ নম্বরটি গেলো কোথায়?
৫. এবার আপনি আরেকটু মনোযোগি হলেন এবং ভ্রূ কুঞ্চিত করলেন।
৬. মনে হাসলেন যদিও স্বীকার করবেন না।
৭. আপনি এখনো এটা পড়ছেন যদিও বলছেন এটা একটা বাজে লেখা।
৯. আপনি বুঝতেও পারলেন না আমি ৮ নম্বরটি তুলে ধরিনি।
১০. আপনি আবারো যাচাই করলেন আর হাসছেন।
১১. আপনি এবার বিষয়টিতে যথেষ্ট মজা পাচ্ছেন।
১২. আমি কিন্তু ১০টি কথা বলেছি, ১২টি না।
এবার কৌতুকটি শুনুন-
শিক্ষকঃ বলতো একটা মুরগী কী দিতে পারে?
ছাত্রঃ স্যার! মুরগী আমাকে ডিম দিতে পারে।
শিক্ষকঃ গুড! এবার বলতো একটা ছাগল তোমাকে কী দিতে পারে?
ছাত্রঃ দুধ আর মাংস।
শিক্ষকঃ ভেরি গুড! এবার বলো একটা চর্বিসর্বস্ব বলদ তোমাকে কী দিতে পারে?
ছাত্রঃ হোমওয়ার্ক ।
××বি.দ্রঃ ভালো না লাগলে এবং হাসি না পেলে নিজগুণে হেসে নেবেন।
১. আপনি এখন এই লেখাটা পড়ছেন।
২. এবার একটু বিরক্ত ও হতাশ হচ্ছেন আর ভাবছেন কী বাজে স্টেটাস পড়ছি।
৪. তারপরও পড়ছেন আর ভাবছেন ৩ নম্বরটি গেলো কোথায়?
৫. এবার আপনি আরেকটু মনোযোগি হলেন এবং ভ্রূ কুঞ্চিত করলেন।
৬. মনে হাসলেন যদিও স্বীকার করবেন না।
৭. আপনি এখনো এটা পড়ছেন যদিও বলছেন এটা একটা বাজে লেখা।
৯. আপনি বুঝতেও পারলেন না আমি ৮ নম্বরটি তুলে ধরিনি।
১০. আপনি আবারো যাচাই করলেন আর হাসছেন।
১১. আপনি এবার বিষয়টিতে যথেষ্ট মজা পাচ্ছেন।
১২. আমি কিন্তু ১০টি কথা বলেছি, ১২টি না।
এবার কৌতুকটি শুনুন-
শিক্ষকঃ বলতো একটা মুরগী কী দিতে পারে?
ছাত্রঃ স্যার! মুরগী আমাকে ডিম দিতে পারে।
শিক্ষকঃ গুড! এবার বলতো একটা ছাগল তোমাকে কী দিতে পারে?
ছাত্রঃ দুধ আর মাংস।
শিক্ষকঃ ভেরি গুড! এবার বলো একটা চর্বিসর্বস্ব বলদ তোমাকে কী দিতে পারে?
ছাত্রঃ হোমওয়ার্ক ।
××বি.দ্রঃ ভালো না লাগলে এবং হাসি না পেলে নিজগুণে হেসে নেবেন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরিতোষ ভৌমিক ২৬/১২/২০১৪হাঃ হাঃ হাঃ হাঃ হা স লা ম ...।
-
সায়েম খান ২৬/১২/২০১৪এরকম একটি কৌতুক আমি আগে থেকেই জানতাম, তারপরও পড়লাম। আপনার কথাগুলোয় কিছুটা বৈচিত্রতা আছে। ধন্যবাদ।
-
অনিরুদ্ধ বুলবুল ২৬/১২/২০১৪ধন্যবাদ।
বহুকাল হাসিকে ভুলে গেছিলাম। আপনার হাসির কৌতুক শুনে হাসির কথা মনে পড়ল কিন্তু খুঁজে পেলাম না কোথাও! -
নাবিক ২৬/১২/২০১৪এটাতো বহু পুরোনো ফেইসবুকের কমন একটা পোস্ট। যাই হোক ভালো লেগেছে।