কৌতুক
বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে বড় কৌতুকগুলো
১. বি এন পি নেতার ছেলের সাথে আওয়ামীলীগ নেতার মেয়ের বিয়ে কিংবা আওয়ামীলীগ নেতার ছেলের সাথে বি এন পি নেতার মেয়ের বিয়ে এবং দুই দলের নেতাগণ বিয়ের মঞ্চে হাসি-খুশি সামাজিক আর সংসদে ...........................
২. যখন দেখি জাতির কর্ণধারেরা এবং প্রতিষ্ঠাতারা রাজাকার পরিবারের সাথে সমন্ধিত (আত্মীয়তা গড়েন) আর ভিন্নাদর্শের জন্য রাজাকার শব্দটি ব্যবহার করেন।
৩. পুলিশের কাঁধে ভারি রাইফেল আর বন্দুক আর সরকারী ক্যাডারদের পকেটে পিস্তল, হাতে কাটা রাইফেল।
৪. নিজেদের অতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের জন্য হীন মানুসিকতায় জরাজীর্ণ রেখে নিজেদের সন্তানদের বিদেশে রেখে পড়ালেখা..
৫. গরীব আর মধ্যবিত্তের পরিশ্রমের বিদেশি অর্থ (রেমিটেন্স্) দেশে আসে আর নেতাদের কালো টাকা বিদেশে পাড়ি জমায়।
১. বি এন পি নেতার ছেলের সাথে আওয়ামীলীগ নেতার মেয়ের বিয়ে কিংবা আওয়ামীলীগ নেতার ছেলের সাথে বি এন পি নেতার মেয়ের বিয়ে এবং দুই দলের নেতাগণ বিয়ের মঞ্চে হাসি-খুশি সামাজিক আর সংসদে ...........................
২. যখন দেখি জাতির কর্ণধারেরা এবং প্রতিষ্ঠাতারা রাজাকার পরিবারের সাথে সমন্ধিত (আত্মীয়তা গড়েন) আর ভিন্নাদর্শের জন্য রাজাকার শব্দটি ব্যবহার করেন।
৩. পুলিশের কাঁধে ভারি রাইফেল আর বন্দুক আর সরকারী ক্যাডারদের পকেটে পিস্তল, হাতে কাটা রাইফেল।
৪. নিজেদের অতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের জন্য হীন মানুসিকতায় জরাজীর্ণ রেখে নিজেদের সন্তানদের বিদেশে রেখে পড়ালেখা..
৫. গরীব আর মধ্যবিত্তের পরিশ্রমের বিদেশি অর্থ (রেমিটেন্স্) দেশে আসে আর নেতাদের কালো টাকা বিদেশে পাড়ি জমায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ২৮/১২/২০১৪
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/১২/২০১৪একমত উইথ অনিরুদ্ধ বুলবুলভ
-
অনিরুদ্ধ বুলবুল ২৭/১২/২০১৪এই সবই হল অকৃত্রিম(?) দেশ প্রেমের নমুনা।
সুতরাং, মন্তব্য নিস্প্রয়োজন।
আপাততঃ নিজে ভাল থাকুন।
ধন্যবাদ।
অনেক শুভেচ্ছা।