দৌড়
যখন তুমি দাঁড়াতে শিখবে, দেখবে-
চারপাশে সবাই হাঁটছে।
যখন তুমি হাঁটতে শিখবে
দেখবে-
পৃথিবীর সব কেমন দৌড়াচ্ছে।
যখন তুমি দৌড়াবে, দেখবে সবাই
তখন গতির বাহনে চড়ে আছে।
তারপর থেকে শুরু হবে তোমার
দৌড়!
গতির সাথে, সময়ের সাথে
প্রয়োজনে, অপ্রয়োজনে।
সরল পথ কিংবা দুর্গম গিরিতে
ফুলের পাঁপড়ি বিছানো পথে অথবা
কন্টকাকীর্ণ, ভাঙ্গা আর খানা-খন্দে ভরা।
কখনো আলোতে উদ্ভাসিত তোমার পথ
কখনো অমানিশার সাথি
কখনো সামনে তোমার অদৃষ্টের দেয়াল
তারপরও তোমায় দৌড়াতে হবে
হোঁচট খাও অথবা পা পিছলে পড়ো
রক্তাক্ত হও কিংবা আহত
পথ চলা তোমার দৌড়ে
নেই অবসর, নেই অবসর
নেই বিশ্রাম, নেই থামার সুযোগ
জীবন তোমার দৌড়ের সাথে।
চারপাশে সবাই হাঁটছে।
যখন তুমি হাঁটতে শিখবে
দেখবে-
পৃথিবীর সব কেমন দৌড়াচ্ছে।
যখন তুমি দৌড়াবে, দেখবে সবাই
তখন গতির বাহনে চড়ে আছে।
তারপর থেকে শুরু হবে তোমার
দৌড়!
গতির সাথে, সময়ের সাথে
প্রয়োজনে, অপ্রয়োজনে।
সরল পথ কিংবা দুর্গম গিরিতে
ফুলের পাঁপড়ি বিছানো পথে অথবা
কন্টকাকীর্ণ, ভাঙ্গা আর খানা-খন্দে ভরা।
কখনো আলোতে উদ্ভাসিত তোমার পথ
কখনো অমানিশার সাথি
কখনো সামনে তোমার অদৃষ্টের দেয়াল
তারপরও তোমায় দৌড়াতে হবে
হোঁচট খাও অথবা পা পিছলে পড়ো
রক্তাক্ত হও কিংবা আহত
পথ চলা তোমার দৌড়ে
নেই অবসর, নেই অবসর
নেই বিশ্রাম, নেই থামার সুযোগ
জীবন তোমার দৌড়ের সাথে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/১২/২০১৪একদম সঠিক। এক সেকেন্ড থেমে থাকার কোনো সুযোগ নেই। এগিয়ে যেতে হবে যুগের দৌড়ে তালমিলিয়ে......
-
সায়েম খান ২৬/১২/২০১৪মানুষের জীবনটাই গতিময়, গতি না থাকলে পিছিয়ে পড়তে হয়।