অপূর্ব কর্মা
আমি পারি, কী যে পারি
ভুলে সব গেছি তারই।
মনের ভিতর ঘুণ পোকায়
ফেলছে আমায় স্মৃতির ধোঁকায়।
এই মনে হয় করছি আমি
সবই কেবল মন পাগলামি।
আসলে সব ঘোড়ার ডিম
মাথায় ঘোরে ভ্রমের লাটিম।
নাই সময়ে করছি কাজ
ভীষণ কর্মার শুধুই সাজ
কাজের চাঁপে কাজ করি না
বই গিলে খাই তাই পড়ি না।
ভুলে সব গেছি তারই।
মনের ভিতর ঘুণ পোকায়
ফেলছে আমায় স্মৃতির ধোঁকায়।
এই মনে হয় করছি আমি
সবই কেবল মন পাগলামি।
আসলে সব ঘোড়ার ডিম
মাথায় ঘোরে ভ্রমের লাটিম।
নাই সময়ে করছি কাজ
ভীষণ কর্মার শুধুই সাজ
কাজের চাঁপে কাজ করি না
বই গিলে খাই তাই পড়ি না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ০৩/১২/২০১৪অসাধারন লেখনী!
-
সজল ০৩/১২/২০১৪ভাল লাগল
-
অনিরুদ্ধ বুলবুল ০২/১২/২০১৪বেশ ভাল
-
মঞ্জুর হোসেন মৃদুল ০২/১২/২০১৪অনেক ভাল লাগল।