শীতে বৃষ্টিবিলাস
শীত কনকনে
মধ্য গগণে
বাজে বজ্রপাতের ঢোল।
বিজলী হাসি
রূপ পিয়াসী
কটমটে বাধে গোল!!
আকাশ মায়া
শোকের ছায়া
অশ্রুপাতের ঢেউ।
জল চান না
তবুও কান্না
বুঝে না আর কেউ!!
কে কাঁদে
এতো সাধে
কার যে এমন শোক।
পৃথিবী কি
জলচৌকি
না ভীষণ সষ্ট্রালোক!!
মেঘের ভেলা
করছে খেলা
আপন হয়ে পর।
একটু থামে
বাড়ে কমে
হঠাৎ বিষম ঝড়!!
এমন কান্না
অশ্রুবন্যা
ভাসে সবুজ মাঠ।
ঐ না শোকে
মরুর বুকে
বজ্রপাতের হাট!!
****************************
Udash kobi (25.02.2009)
মধ্য গগণে
বাজে বজ্রপাতের ঢোল।
বিজলী হাসি
রূপ পিয়াসী
কটমটে বাধে গোল!!
আকাশ মায়া
শোকের ছায়া
অশ্রুপাতের ঢেউ।
জল চান না
তবুও কান্না
বুঝে না আর কেউ!!
কে কাঁদে
এতো সাধে
কার যে এমন শোক।
পৃথিবী কি
জলচৌকি
না ভীষণ সষ্ট্রালোক!!
মেঘের ভেলা
করছে খেলা
আপন হয়ে পর।
একটু থামে
বাড়ে কমে
হঠাৎ বিষম ঝড়!!
এমন কান্না
অশ্রুবন্যা
ভাসে সবুজ মাঠ।
ঐ না শোকে
মরুর বুকে
বজ্রপাতের হাট!!
****************************
Udash kobi (25.02.2009)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ১১/১১/২০১৪chando majhe misti gandho ache
-
একনিষ্ঠ অনুগত ০৪/১১/২০১৪অনেক সুন্দর ছন্দ কবি ভাই। ভালো লাগলো।।
-
মোহাম্মদ তারেক ০৪/১১/২০১৪শীতে বৃষ্টি!! ভাবতেই হিম হয়ে যাচ্ছি। পতিত বজ্রের ঢোল যেন কানের কাছেই শুনতে পাচ্ছি। আমেজ মেখে গেলেন কবি....
-
সুবীর কাস্মীর পেরেরা ০৪/১১/২০১৪দারুন সাজিদ ভাই
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৪/১১/২০১৪ছন্দ গুলো ভালোই লাগলো।
-
কাইকুবাদ আলি ০৩/১১/২০১৪ভাল লাগল, প্রকৃতির আর বুকের ভিতরের ঝড় কে স্বচক্ষে দেখলাম