রাজনীতিবিদদের মৃত্যু
রাজনীতিবিদ ভর্তি একটি বাস দেশের প্রত্যন্ত অঞ্চল দিয়ে যাচ্ছিল।
এক পুরাতন কৃষি খামারের কাছে গিয়ে বাসটি আকস্মিক দূর্ঘটনার কবলে পড়ে। বৃদ্ধ খামারি দূর্ঘটনার কথা শুনে বাসটি পর্যবেক্ষণে আসে এবং সব রাজনীতিবিদদের সমাহিত করার জন্য বড় এক কবর খনন করেন।
তারপর তাদের সবাইকে সমাহিত করে।
কিছুক্ষণ পর পুলিশ আসে এবং তারা বৃদ্ধ কৃষককে প্রশ্ন করে দূর্ঘটনা কবলিত বাসটি সম্পর্কে। সে জানতে চায় রাজনীতিবিদদের কী অবস্থা?
কৃষক জবাব দিলো: তাদের সবাইকে কবর দেয়া হয়েছে।
পুলিশের চোখে সন্দেহ: তা্দের সবাই কি মারা গিয়েছিল?
:
:
:
কৃষক: না। তাদের কেউ কেউ অবশ্য বলেছিল যে, তারা জীবিত। কিন্তু আপনিতো ভালো করেই জানেন, তারা কত বড় মিথ্যুক।
(রম্যকথা) সংগৃহীত
এক পুরাতন কৃষি খামারের কাছে গিয়ে বাসটি আকস্মিক দূর্ঘটনার কবলে পড়ে। বৃদ্ধ খামারি দূর্ঘটনার কথা শুনে বাসটি পর্যবেক্ষণে আসে এবং সব রাজনীতিবিদদের সমাহিত করার জন্য বড় এক কবর খনন করেন।
তারপর তাদের সবাইকে সমাহিত করে।
কিছুক্ষণ পর পুলিশ আসে এবং তারা বৃদ্ধ কৃষককে প্রশ্ন করে দূর্ঘটনা কবলিত বাসটি সম্পর্কে। সে জানতে চায় রাজনীতিবিদদের কী অবস্থা?
কৃষক জবাব দিলো: তাদের সবাইকে কবর দেয়া হয়েছে।
পুলিশের চোখে সন্দেহ: তা্দের সবাই কি মারা গিয়েছিল?
:
:
:
কৃষক: না। তাদের কেউ কেউ অবশ্য বলেছিল যে, তারা জীবিত। কিন্তু আপনিতো ভালো করেই জানেন, তারা কত বড় মিথ্যুক।
(রম্যকথা) সংগৃহীত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিরুদ্ধ বুলবুল ০৮/১০/২০১৪
-
আফরান মোল্লা ০৫/১০/২০১৪ভালো
-
একনিষ্ঠ অনুগত ০৪/১০/২০১৪দারুণ লাগলো।।
-
সোমদত্তা মৈত্র ২৮/০৯/২০১৪দারুণ বলেছেন
-
শূন্য ২৮/০৯/২০১৪অসাধারন
-
স্বপন শর্মা ২৮/০৯/২০১৪শিক্ষনীয় কৌতুক ভালোলাগল....
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/০৯/২০১৪ভালো হয়েছে।
প্রতিটি রাজনীতিবিদেরই কথাগুলো মনে রাখা উচিৎ।
জনগন তাদের মিথ্যুক বলেই জানে, বিশ্বাস করে না।