নেতা আর জনতার মাঝে মৌলিক পার্থক্য
নেতা আর জনতার মাঝে মৌলিক পার্থক্য
একদিন এক সবজি বিক্রেতা সেলুনে গিয়ে চুল কাটালেন এবং বিল পরিশোধের সময় ক্ষৌরকার বললেন, এই সপ্তাহে আমি সমাজ সেবা করছি, তোমার কাছ থেকে বিল নিতে পারব না।
সবজিবিক্রেতা খুশি হয়ে চলে গেলেন।
পরের দিন সেলুন খুলতে গিয়ে ক্ষৌরকার দেখলেন দরজার সামনে একটি "ধন্যবাদ পত্র" ও সাথে এক ব্যাগ তাজা সবজি।
সেদিন এক মুদি দোকানদার আসে চুল কাটাতে এবং বিল পরিশোধের সময় ক্ষৌরকার বললেন, এই সপ্তাহে আমি সমাজ সেবা করছি, তোমার কাছ থেকে বিল নিতে পারব না।
মুদি দোকানদার খুশি হয়ে চলে গেলেন।
পরের দিন সেলুন খুলতে গিয়ে ক্ষৌরকার দেখলেন দরজার সামনে একটি "ধন্যবাদ পত্র" ও সাথে এক ব্যাগ মুদি সামগ্রী।
সেইদিন এক রাজনীতিবিদ আসে চুল কাটাতে এবং বিল পরিশোধের সময় ক্ষৌরকার বললেন, এই সপ্তাহে আমি সমাজ সেবা করছি, আপনার কাছ থেকে বিল নিতে পারব না।
নেতা খুশি হয়ে চলে গেলেন।
পরের দিন সেলুন খুলতে গিয়ে ক্ষৌরকার দেখলেন দরজার সামনে এক ডজন নেতার লাইন, চুল কাটাবে বলে।
এই হলো আমাদের সাধারণ জনতা আর নেতার মৌলিক মাঝে মৌলিক পার্থক্য!
(রম্যকথা)
একদিন এক সবজি বিক্রেতা সেলুনে গিয়ে চুল কাটালেন এবং বিল পরিশোধের সময় ক্ষৌরকার বললেন, এই সপ্তাহে আমি সমাজ সেবা করছি, তোমার কাছ থেকে বিল নিতে পারব না।
সবজিবিক্রেতা খুশি হয়ে চলে গেলেন।
পরের দিন সেলুন খুলতে গিয়ে ক্ষৌরকার দেখলেন দরজার সামনে একটি "ধন্যবাদ পত্র" ও সাথে এক ব্যাগ তাজা সবজি।
সেদিন এক মুদি দোকানদার আসে চুল কাটাতে এবং বিল পরিশোধের সময় ক্ষৌরকার বললেন, এই সপ্তাহে আমি সমাজ সেবা করছি, তোমার কাছ থেকে বিল নিতে পারব না।
মুদি দোকানদার খুশি হয়ে চলে গেলেন।
পরের দিন সেলুন খুলতে গিয়ে ক্ষৌরকার দেখলেন দরজার সামনে একটি "ধন্যবাদ পত্র" ও সাথে এক ব্যাগ মুদি সামগ্রী।
সেইদিন এক রাজনীতিবিদ আসে চুল কাটাতে এবং বিল পরিশোধের সময় ক্ষৌরকার বললেন, এই সপ্তাহে আমি সমাজ সেবা করছি, আপনার কাছ থেকে বিল নিতে পারব না।
নেতা খুশি হয়ে চলে গেলেন।
পরের দিন সেলুন খুলতে গিয়ে ক্ষৌরকার দেখলেন দরজার সামনে এক ডজন নেতার লাইন, চুল কাটাবে বলে।
এই হলো আমাদের সাধারণ জনতা আর নেতার মৌলিক মাঝে মৌলিক পার্থক্য!
(রম্যকথা)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইফতেখারুল আলাম বাঁধন ২৯/১১/২০১৪হা হা হা হা হা হা ...... এটা কি পড়লাম
-
অনিরুদ্ধ বুলবুল ০৮/১০/২০১৪চমৎকার!!
তারপরও যদি রাজনীতিবিদদের লজ্জা হয়। -
একনিষ্ঠ অনুগত ০১/১০/২০১৪
-
সহিদুল হক ২৭/০৯/২০১৪বেশ মজাদার লেখা।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/০৯/২০১৪বেশ মজাতো। জননেতা নেতার মতই কাজ করেছেন।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৬/০৯/২০১৪ভাল লাগল।