www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ষোড়শ সংশোধনী ও কিছু কথা

মহামান্য প্রধানমন্ত্রী মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে মহামহিম হাসিতে বললেন, আগে শুধু তিনজনের সুপারিশের ভিত্তিতে বিচারকদের অপসারণ করা হতো, এখন সাংসদদের দুই তৃতীয়াংশের অভিমতের ভিত্তিতে বিচারকদের অপসারণের সুপারিশ করবে রাষ্ট্রপতির কাছে। আমরা জানি কয়েক ঘন্টা আগেই কন্ঠভোটে পাশ হয়ে গেলো সংবিধানের ষোড়শ সংশোধনী। যেখানে আবার সংসদে নিয়ে আসা হয়েছে বিচারক অভিসংশনের ক্ষমতা। মনে হতে পারে গণতন্ত্রের একধাপ বিজয়! কিন্তু
এই সংবিধানেরই একটি ধারা এমন যে, কেউ নিজ দলের বিপক্ষে ভোট দিলে (ভ্যটু দিলে) তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে। কী অদ্ভুত বৈপরিত্ব! সংবিধানে? সুতরাং
দুই তৃতীয়াংশের মানে হলো দলীয় রায় (দলের অভিমত)। আর-
দলীয় অভিমত মানে দলীয় প্রধানের রায়
তাই-
দুই তৃতীয়াংশের অভিমত মানে যে, একজনের অভিমত
তা জনতা বুঝেও না বোঝার ভান করে (চুঁপ থাকে ) । কারণ তাদের হাতে দন্ড নেই। জনতা যে আগেই দন্ডের মালিক করে দিয়েছে তাদের! গণতান্ত্রিক উপায়ে! গণতন্ত্রের স্বার্থে।
কাজেই
এই সংবিধানের স্বার্থ সমুন্নত রাখতে জনতা বদ্ধ পরিকর
জনতার স্বার্থেই এই সংশোধনী!
জয় হোক জনতার! জনগণের আশা-ভরসার শেষ ভরসাস্থলের বানের জলে গেল ভেসে. এমন অবস্থায়-
আমরা জনতা প্রফুল্লিত!
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৮৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই
    আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি,
    ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে…
    এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ?
 
Quantcast