গ্রহণ
যার জন্য করি চুরি, সে-ই বলে চোর
কী গ্রহণ লাগল সময়, রাত পোহালে হয় না ভোর।।
বাগানে ফুল ফোটে না, পাখিদের নেই কলরব
সূর্যি মামার নেই যে তেজ, আঁধারে ঢাকে সব
রাতে যে হয় না ঘুম, দিনে লাগে ঘোর!
কী গ্রহণ লাগল সময়, রাত পোহালে হয় না ভোর!!
মেঘের দেশে নেই যে জল, আকাশের দৃষ্টি বিনাশ
পাহাড়ের ঝরনা ধারায় গড়েছি কল্প নিবাস
জীবনের নেই কোনো দাম, স্বপ্ন যে কল্পবিলাস
জীব ও জড়ে নেই ফারাক, অকালের সুর নির্যাস
ভেবে মরি দিনে রাতে, পাগলের নয়া শোর।
কী গ্রহণ লাগল সময়, রাত পোহালে হয় না ভোর
কী গ্রহণ লাগল সময়, রাত পোহালে হয় না ভোর।।
বাগানে ফুল ফোটে না, পাখিদের নেই কলরব
সূর্যি মামার নেই যে তেজ, আঁধারে ঢাকে সব
রাতে যে হয় না ঘুম, দিনে লাগে ঘোর!
কী গ্রহণ লাগল সময়, রাত পোহালে হয় না ভোর!!
মেঘের দেশে নেই যে জল, আকাশের দৃষ্টি বিনাশ
পাহাড়ের ঝরনা ধারায় গড়েছি কল্প নিবাস
জীবনের নেই কোনো দাম, স্বপ্ন যে কল্পবিলাস
জীব ও জড়ে নেই ফারাক, অকালের সুর নির্যাস
ভেবে মরি দিনে রাতে, পাগলের নয়া শোর।
কী গ্রহণ লাগল সময়, রাত পোহালে হয় না ভোর
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ২১/০৯/২০১৪ভাল লাগলো ।
-
একনিষ্ঠ অনুগত ২১/০৯/২০১৪বাহ বেশ ভালো।। ৬/১০।