আমি হবো এমপি মন্ত্রী
আমি হবো এমপি,মন্ত্রী, নেতা হবো নেতা
ভোট ছাড়াই নির্বাচনে যায় সহজে জেতা।
এমন এমপি হবো আমি, নেতা হবো নেতা
.......................ও আমার নেতা
পাকা ধানে মই দিতে, নিজেই জোয়াল টানি
তেল মারতে পটু আমি, পল্টি দিতেও জানি
পথটা আমার আকাবাঁকা, বাঁকা পথেই চলি
মুখটা থাকে পরচর্চায়, কটু কথাও বলি
শীতকালে হই না শীতল, গরমকালের খ্যাতা।
................................ও নেতা
আমি হবো এমপি,মন্ত্রী, নেতা হবো নেতা
ভোট ছাড়াই নির্বাচনে যায় সহজে জেতা।
এমন এমপি হবো আমি, নেতা হবো নেতা
বিদ্যে-বুদ্ধি নাইরে আমার, নাইকো কোনো মেধা
ছোট্টকালে করতাম চুরি, লোকে ডাকত গ্যাদা
পুকুর চুরি করে একদিন খেলাম আমি ধরা
মারের চোটে শ্রীঘরে হলাম আধমরা।
রক্ত দেখে হই না কাতর, লাশে নৃত্য করি
যার গায়ে থুতু ছিটাই, তার পায়েই পড়ি
কষ্ট দেখে পাই না দু:খ, ভুলি নিজের ব্যথা।
.........................ও আমার নেতা
আমি এমপি হবো মন্ত্রী, নেতা হবো নেতা
ভোট ছাড়াই নির্বাচনে যায় সহজে জেতা।
এমন এমপি হবো আমি, নেতা হবো নেতা
ভোট ছাড়াই নির্বাচনে যায় সহজে জেতা।
এমন এমপি হবো আমি, নেতা হবো নেতা
.......................ও আমার নেতা
পাকা ধানে মই দিতে, নিজেই জোয়াল টানি
তেল মারতে পটু আমি, পল্টি দিতেও জানি
পথটা আমার আকাবাঁকা, বাঁকা পথেই চলি
মুখটা থাকে পরচর্চায়, কটু কথাও বলি
শীতকালে হই না শীতল, গরমকালের খ্যাতা।
................................ও নেতা
আমি হবো এমপি,মন্ত্রী, নেতা হবো নেতা
ভোট ছাড়াই নির্বাচনে যায় সহজে জেতা।
এমন এমপি হবো আমি, নেতা হবো নেতা
বিদ্যে-বুদ্ধি নাইরে আমার, নাইকো কোনো মেধা
ছোট্টকালে করতাম চুরি, লোকে ডাকত গ্যাদা
পুকুর চুরি করে একদিন খেলাম আমি ধরা
মারের চোটে শ্রীঘরে হলাম আধমরা।
রক্ত দেখে হই না কাতর, লাশে নৃত্য করি
যার গায়ে থুতু ছিটাই, তার পায়েই পড়ি
কষ্ট দেখে পাই না দু:খ, ভুলি নিজের ব্যথা।
.........................ও আমার নেতা
আমি এমপি হবো মন্ত্রী, নেতা হবো নেতা
ভোট ছাড়াই নির্বাচনে যায় সহজে জেতা।
এমন এমপি হবো আমি, নেতা হবো নেতা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ১৪/০৮/২০১৪বাহ বেশ ভাবনা।
-
Rathin Roy ১৪/০৮/২০১৪valo
-
কবি মোঃ ইকবাল ১৩/০৮/২০১৪চমৎকার বিষয়ে অসাধারন লিখনী।