অপাত্রে দান
বস্ত্রহীন এক নিঃস্ব বললেন, হে মুসা নবী
আমার জন্য করো দুআ
তোমার প্রভুর পরে।
সংসার যেন স্বচ্ছলতায় উঠে, পটে আঁকা ছবি
পাই যেন সুখের ছোঁয়া
আপনার তৃপ্ত ঘরে!!
মুসা নবী করলেন দুআ হৃদয় আকুতি ভরে
একদিন দেখলেন হাতে-পায়ে
তাকে শৃঙ্খলবেশ।
ইদানিং হয়েছে ধনী,জানলেন জিগ্যেস করে
মাতাল হয়ে খুনের দায়ে
পেলো প্রাণদণ্ডাদেশ!!
টিকা:
ভেজা বেড়াল পায় যদি উড়িবার ডানা।
নিঃসঙ্কোচে গিলে খাবে পাখিদের ছানা!!
নীচু যদি কভু পায় ক্ষমতার স্বাদ।
গাছে উঠে ছুঁতে যাবে গগণের চাঁদ!!
(কবিতা আসরে প্রকাশিত)
আমার জন্য করো দুআ
তোমার প্রভুর পরে।
সংসার যেন স্বচ্ছলতায় উঠে, পটে আঁকা ছবি
পাই যেন সুখের ছোঁয়া
আপনার তৃপ্ত ঘরে!!
মুসা নবী করলেন দুআ হৃদয় আকুতি ভরে
একদিন দেখলেন হাতে-পায়ে
তাকে শৃঙ্খলবেশ।
ইদানিং হয়েছে ধনী,জানলেন জিগ্যেস করে
মাতাল হয়ে খুনের দায়ে
পেলো প্রাণদণ্ডাদেশ!!
টিকা:
ভেজা বেড়াল পায় যদি উড়িবার ডানা।
নিঃসঙ্কোচে গিলে খাবে পাখিদের ছানা!!
নীচু যদি কভু পায় ক্ষমতার স্বাদ।
গাছে উঠে ছুঁতে যাবে গগণের চাঁদ!!
(কবিতা আসরে প্রকাশিত)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ১৩/০৬/২০১৪অনেক ভালো লাগলো কবিবন্ধু।