এই সময়ে-০২ (বাউণ্ডেলে)
এই সময়ে-০২ (বাউণ্ডেলে)
- আহমাদ সাজিদ ( উদাস কবি )
কাজের চাঁপে কাজ করি না
দিন চলে যায় অবসরে!
ক্ষুধার জ্বালায় খাই না কিছুই
ভোগ চলে যায় ভূত-ঘরে!!
সুখের আশায় দূঃখ খেদাই
মনের ঘরে আগুন দিয়ে!
বাস্তুভিটায় ঘুঘু চড়াই
মনের সুখে গুণগুনিয়ে!!
সত্য কথার ঝালের ঝাঁঝে
জিভ পুড়ে যায় কেউকাটার!
সিংহ-রাজায় দিচ্ছে শিয়াল
খাড়ার বাড়ি ছন-ঝাটার!!
কালো টাকা সাদা টাকা
টাকার কত রঙ!
এক আবুলের আতেঁলগীরি
অন্য আবুলের সঙ!!
নীতি কথায় আছেন মশায়
করে যত দূর-নীতি!
ফাইলের ভেতর ঘাপলা করে
উৎকোচেরই সূরপ্রীতি!!
রাজা মশায় ঘুমের ঘোরে
কীর্তি গড়েন মহারাণী!
শোনান তিনি মৃত্যু-পথে
উন্নয়ণ আর আশার বাণী!!
ঘুষ বুঝি না, দোষ করি না
আমার যত গুণ
রাগলে মাথা ঠিক থাকে না
করি দু-এক খুন!!
মদ খাই না নেশার ঘোরে
আর জর্দা দিয়ে পান!
ইচ্ছে হলে তালুর মাঝে
নিচ্ছি নাকে সুখের টান!!
(কবিতার আসর থেকে)
- আহমাদ সাজিদ ( উদাস কবি )
কাজের চাঁপে কাজ করি না
দিন চলে যায় অবসরে!
ক্ষুধার জ্বালায় খাই না কিছুই
ভোগ চলে যায় ভূত-ঘরে!!
সুখের আশায় দূঃখ খেদাই
মনের ঘরে আগুন দিয়ে!
বাস্তুভিটায় ঘুঘু চড়াই
মনের সুখে গুণগুনিয়ে!!
সত্য কথার ঝালের ঝাঁঝে
জিভ পুড়ে যায় কেউকাটার!
সিংহ-রাজায় দিচ্ছে শিয়াল
খাড়ার বাড়ি ছন-ঝাটার!!
কালো টাকা সাদা টাকা
টাকার কত রঙ!
এক আবুলের আতেঁলগীরি
অন্য আবুলের সঙ!!
নীতি কথায় আছেন মশায়
করে যত দূর-নীতি!
ফাইলের ভেতর ঘাপলা করে
উৎকোচেরই সূরপ্রীতি!!
রাজা মশায় ঘুমের ঘোরে
কীর্তি গড়েন মহারাণী!
শোনান তিনি মৃত্যু-পথে
উন্নয়ণ আর আশার বাণী!!
ঘুষ বুঝি না, দোষ করি না
আমার যত গুণ
রাগলে মাথা ঠিক থাকে না
করি দু-এক খুন!!
মদ খাই না নেশার ঘোরে
আর জর্দা দিয়ে পান!
ইচ্ছে হলে তালুর মাঝে
নিচ্ছি নাকে সুখের টান!!
(কবিতার আসর থেকে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ১১/০৬/২০১৪
-
সাইফুর রহমান ১১/০৬/২০১৪osadharon bengattok kobita, sundor rupayon!
-
আবু সাহেদ সরকার ১১/০৬/২০১৪বেশ মজার কবিতা। আমার পাতায় আসবেন।
-
কবি মোঃ ইকবাল ১১/০৬/২০১৪অনবদ্য একটি অসাধারন কবিতা।
আমার পাতায় আমন্ত্রন রইলো।