এই সময়ে -০১
এই সময়ে ( ছন্দ কথায়)
- আহমাদ সাজিদ ( উদাস কবি )
পাশ ও ফাঁসের গোলক ধাঁধায়
মরছে এখন শিশুবাবায়
পাশ ও ফাঁসের রেকর্ড গড়ার
শিক্ষামন্ত্রীর বগলদাবায়!!
নম্বর নিয়ে দু নম্বরী
মন্ত্রী মশায় বেজায় রাগ!
ফলাফলে পাশের গড়টা
শতকরাতে একশভাগ!!
রেলের বগি চলছে ধীরে
লাইন হারিয়ে কোন পথে?
কালো বিড়াল খাচ্ছে কলা
বঙ্গশালার রঙ্গরথে!!
দ্রব্যমূল্যে গলছে বরফ
পান্তাভাতে লঙ্কা ও নুন!
আইন-শৃঙ্খলা বেজায় ভাল
বাড়ছে শুধু গুম ও খুন!!
উলুবনে মুক্তো ছড়ায়
পিপীলিকায় পড়ছে ফাঁসি!
বুকের রক্ত হিম করে দেয়
অর্থমন্ত্রীর ভেটকি হাসি!!
- আহমাদ সাজিদ ( উদাস কবি )
পাশ ও ফাঁসের গোলক ধাঁধায়
মরছে এখন শিশুবাবায়
পাশ ও ফাঁসের রেকর্ড গড়ার
শিক্ষামন্ত্রীর বগলদাবায়!!
নম্বর নিয়ে দু নম্বরী
মন্ত্রী মশায় বেজায় রাগ!
ফলাফলে পাশের গড়টা
শতকরাতে একশভাগ!!
রেলের বগি চলছে ধীরে
লাইন হারিয়ে কোন পথে?
কালো বিড়াল খাচ্ছে কলা
বঙ্গশালার রঙ্গরথে!!
দ্রব্যমূল্যে গলছে বরফ
পান্তাভাতে লঙ্কা ও নুন!
আইন-শৃঙ্খলা বেজায় ভাল
বাড়ছে শুধু গুম ও খুন!!
উলুবনে মুক্তো ছড়ায়
পিপীলিকায় পড়ছে ফাঁসি!
বুকের রক্ত হিম করে দেয়
অর্থমন্ত্রীর ভেটকি হাসি!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সালমান সিয়াদ পরাগ ১০/০৬/২০১৪হা হা... রসবোধ+ছন্দ+সমসাময়িক অবস্থা... দারুন
-
কবি মোঃ ইকবাল ০৯/০৬/২০১৪ছন্দে ছন্দে, অসাধারন কাব্য।
-
এস,বি, (পিটুল) ০৯/০৬/২০১৪কবিতার লাইর গুলো অনেক সুন্দর