গুম ও দেশ
ভালো আছি, ভালোবাসি
থাকি পাশাপাশি
এই দিন সুখরাত্রি!
কখনো জড়ানো হাসিতে
আলেয়ায় মুগ্ধ গাড়িতে
হয়ে যাই ধুমযাত্রি!!
এরই মাঝে কখন না জানি
লাগবে টানাটানি
লাগবে কান্নার ধুম!
ভালোবাসা-বাসি, পড়বে ফাঁসি
নিভে যাবে হাসি
হয়ে যাবো গুম!!
থাকি পাশাপাশি
এই দিন সুখরাত্রি!
কখনো জড়ানো হাসিতে
আলেয়ায় মুগ্ধ গাড়িতে
হয়ে যাই ধুমযাত্রি!!
এরই মাঝে কখন না জানি
লাগবে টানাটানি
লাগবে কান্নার ধুম!
ভালোবাসা-বাসি, পড়বে ফাঁসি
নিভে যাবে হাসি
হয়ে যাবো গুম!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুনিরুল্লাহ রাইয়ান ০৪/০৫/২০১৪আপনার লেখাগুলো খুব ভালো লাগে
-
মীর মামুন হোসেন ০৪/০৫/২০১৪বেশ ভাল লাগল।
-
সফিউল্লাহ আনসারী ০৩/০৫/২০১৪darun !
ধুম পড়েছে ধুম
মানুষ চুরির নাম হয়েছে গুম !
অমানবিক ! অপহরণ ত্রাস
খুজে পেলেও জ্যান্ত -
এস,বি, (পিটুল) ০৩/০৫/২০১৪A rokom kobita aro chai