www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেশ আজ আবুলদের খপ্পড়ে

কারা এই আবুল ? কত যে আবুল!
আমাদের দেশে, গণতন্ত্রের পর্দা কাঁপায়
লাইটম্যান আর দারোয়ানের ভুমিকায়
কখনো হাতে ডায়নামোতে
কখনো আবার রিলের ফিতে।

কারা এই আবুল, কত যে আবুল
দেশের মাটি পায়ের নিচে
দম্ভভরে দিচ্ছে লাফ!

কারা এই আবুল, কত যে আবুল
যাচ্ছে যে দেশ রসাতলে
যাচ্ছে ডুবে উন্নয়ণের ভারে
তিনদিকে তার সর্বগ্রাসী
একদিকে তার পানি।

কে এই আবুল? আর কত আবুল?
কদিন পরপর আমাদের সামনে নতুন নতুন থিউরি উগলায়।
জাতির সামনে তার নির্লজ্জ বমনে কেউ হাসে কেউ আড়ালে দিচ্ছে গাল। কী তার যোগ্যতা কী তার গুণাবলী?
লেখাপড়া কয় ক্লাস আর কয় ক্লাস তার মাতলামী
কয় ক্লাস তার যোগ্যতা আর কয় ক্লাস তার তেল মর্দনি
কী তার শক্তি যে আজ, হয়েছে ব্যাংকের এমডি!
হয়েছে দেশের মন্ত্রী সহায়! হয়ে যায় কমিশন?

হায়রে আবুল! কত যে আবুল!
কী তার লেখাপড়া, কী তার যোগ্যতা
কী তার সংযোগ, কী তার অভিজ্ঞতা
পত্রিকায় তাকে পড়ি, টেলিভিশনে তারই মুখ।

হায়রে আবুল! আর কত আবুল
তার মত আগাছায় ছেয়ে গেছে পুরো দেশ।
তার মত হাজারো এমন ছাগলে
বলদের মাতলামিতে দেশে আজ তারাই করে হাল।
তারাই দিচ্ছে মই, দিচ্ছে ফসরের মলন (মাড়াই)।
তাদের হাতে আজ দেশঘুড়িটার লাটাই।

ওহে আবুল! আবুলের দল!
একদিন বাঘের দাপটে, সিংহের হুঙ্কারে
কোথায় লুকোবে? কোথায় যাবে এই মাতালের দল
দালালের রাজাকার আর সামাজ্রবাদীদের চাটুকার?
এখনই আসছে গর্জণ, এখনই বাজছে দামামা....
এখনই কান পেতে শোন, তোদের আয়ু শেষ
এখনই আসছে বুঝি আজরাইল।
মৃত্যুদূত!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast