www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জ্বলে উঠব একসাথে

দেশ এক গভীর আর অদ্ভুত আঁধারে ঢেকে গেছে। রাত হয়েছে সংকটে আর ভয়াবহতার। কখন যে ভোর হবে, সূর্য উঠবে আর মধ্য গগণে আসবে প্রহর;চারপাশ হবে আলোকিত, আঁধার হবে দূর।কেউ তা জানে না।

আমাদের মত সাধারণ জনগণ আরো গভীরে আরো কঠিন আঁধারে নিমজ্জিত। কিছুই ঠাহর করে উঠতে পারছে না। অবরুদ্ধ জীবন আর সময়ের চাহিদা। আঁধার আর সংকট কাটবে কখন কিংবা কখনো কাটবে না, তা আমরা জানি না। শুধু জানি এর জন্য দায়ি- ক্ষমতা নামক ব্যাধি। ক্ষমতা পাকাপোক্ত করতে আর কেউ পেতে মরিয়া হয়ে জনতার উপর প্রতিশোধ নিচ্ছে।

হায় ক্ষমতা লোভী পাপীরা! আর কতদিন আমাদের এভাবে জিম্মি করে নিজেদের কামনা পূরণ করবে? কতদিন আমাদের জ্বালিয়ে নিজেদের হিম কাটাবে? কতদিন আমাদের শোষণে , পেষণে , নিষ্পেষণে রাখবে? আমরা তো বারুদ।
একদিন ঠিকই জ্বলে উঠব, সুকান্তের ভাষায়- একসাথে, শেষবাবের মত অবশেষে।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৬০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast