জবাবদিহিতা কার কাছে
জবাবদিহিতা কার কাছে?
দেশে যে কী হচ্ছে বুঝতে পারছি না। বর্তমানে কি আসলে কোনো সরকার (নামে নাকি নির্বাচনকালিন)আছে নাকি হরিলুটের কবলে আমাদের এই দেশ? এই ধ্বংসযজ্ঞের দায়িত্ব কে নেবে এখন? কারণ সরকার এখন ঘুমুচ্ছে অথবা ভূতের কবলে এই দেশ।
এখানে দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা কার কাছে? নাকি কোনো জবাবদিহিতা নেই। সংবিধানে নাকি আছে সর্বোচ্চ পর্যায়ে জবাবদিহিতা জনগণের কাছে! কি বোগাস? জনগণ কীভাবে সরকারের কাছে জবাব চাইবে? (পঞ্চবার্ষিক ভোট) নির্বাচনের ব্যালটের মাধ্যমে? তা কী ভাবে সম্ভব, এখনতো আর সেই ব্যবস্থা আর নেই।
আসলে আমাদের সবার জবাবদিহিতা নিজের মনের কাছে, তারপর মহান রব্বুল আলামীন আল্লাহর দরবারে। যেখান থেকে কেউ রেহাই পাবে না। এখন নিশ্চয়ই তার কাছে ফিরে যেতে হবে। তাই হে পাপীর দল, জনগণের অধিকার হরণের দল! সাবধান হও! সেইদিন বেশি দুরে নয় যখন মৃত্যু থেকে পালাতে পারবে না। তারপর সব কাজের জবাব দিতে হবে।
দেশে যে কী হচ্ছে বুঝতে পারছি না। বর্তমানে কি আসলে কোনো সরকার (নামে নাকি নির্বাচনকালিন)আছে নাকি হরিলুটের কবলে আমাদের এই দেশ? এই ধ্বংসযজ্ঞের দায়িত্ব কে নেবে এখন? কারণ সরকার এখন ঘুমুচ্ছে অথবা ভূতের কবলে এই দেশ।
এখানে দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা কার কাছে? নাকি কোনো জবাবদিহিতা নেই। সংবিধানে নাকি আছে সর্বোচ্চ পর্যায়ে জবাবদিহিতা জনগণের কাছে! কি বোগাস? জনগণ কীভাবে সরকারের কাছে জবাব চাইবে? (পঞ্চবার্ষিক ভোট) নির্বাচনের ব্যালটের মাধ্যমে? তা কী ভাবে সম্ভব, এখনতো আর সেই ব্যবস্থা আর নেই।
আসলে আমাদের সবার জবাবদিহিতা নিজের মনের কাছে, তারপর মহান রব্বুল আলামীন আল্লাহর দরবারে। যেখান থেকে কেউ রেহাই পাবে না। এখন নিশ্চয়ই তার কাছে ফিরে যেতে হবে। তাই হে পাপীর দল, জনগণের অধিকার হরণের দল! সাবধান হও! সেইদিন বেশি দুরে নয় যখন মৃত্যু থেকে পালাতে পারবে না। তারপর সব কাজের জবাব দিতে হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইসমাত ইয়াসমিন ১৪/১২/২০১৩জনগনের কথা আর কে ভাব বে বলুন, সব ত আছে যার যার নিয়ে ব্যাস্ত। আর পুরে মরছে সাধারন মানুষ। একজন ক্ষমতায় থাকার জন্য, আর একজন ক্ষমতায় যাবার জন্য মরিয়া হয়ে উঠেছে।