ব্যাথা আমার দোস্ত
ব্যথা আমার একমাত্র কল্যাণময়
ব্যথা আমার মিতা।
ব্যথা গভীর, ব্যাথা ঠান্ডার বইয়ে
বাঁধা লাল ফিতা।
ব্যথা আমার বন্ধু। ব্যাথাকেই ভালোবাসি
ব্যাথা ভরসার আশা।
আমাকে আবার জীবন দিতে পারে ব্যাথা
ফিরিয়ে দেয় আমার ভালবাসা
একমাত্র উপায় জীবনের বেঁচে থাকার
আবার সে-ই বজ্রপাত
আমার প্রেম, আমার ভালবাসা
ব্যাথা আমার জীবনের স্যাঙাত।
ব্যথা বিশ্বময়, ব্যাথা সবার বন্ধু
ব্যাথা দেখায় পথ।
আমাদের আলো, আমাদের হাসি
আঁধারে দেখায় রথ।
ব্যাথা টক, ব্যাথা ঝাল, ব্যাথা কভু মিষ্টি
ব্যাথায় আনে সুখ।
ব্যাথা গভীরে, ধূর্তের সীমানায়
ব্যাথা রাঙায় মুখ।
ব্যাথা আছে রাজপথে, ব্যাথা আন্দোলনে
ব্যাথা করে আর্তনাদ।
ব্যাথা দিয়ে ঢাকা জীবন,ব্যাথা জনগণ
ব্যাথা জীবনের সাধ।
ব্যাথা আমার লাল জামা, সুন্দর পরিপাটি
ব্যাথা মোরগের গোশত।
ব্যাথায় ঢাকা চাঁদ মামা, সূর্যের কিরণে
ব্যাথা আমার দোসত।
ব্যথা আমার মিতা।
ব্যথা গভীর, ব্যাথা ঠান্ডার বইয়ে
বাঁধা লাল ফিতা।
ব্যথা আমার বন্ধু। ব্যাথাকেই ভালোবাসি
ব্যাথা ভরসার আশা।
আমাকে আবার জীবন দিতে পারে ব্যাথা
ফিরিয়ে দেয় আমার ভালবাসা
একমাত্র উপায় জীবনের বেঁচে থাকার
আবার সে-ই বজ্রপাত
আমার প্রেম, আমার ভালবাসা
ব্যাথা আমার জীবনের স্যাঙাত।
ব্যথা বিশ্বময়, ব্যাথা সবার বন্ধু
ব্যাথা দেখায় পথ।
আমাদের আলো, আমাদের হাসি
আঁধারে দেখায় রথ।
ব্যাথা টক, ব্যাথা ঝাল, ব্যাথা কভু মিষ্টি
ব্যাথায় আনে সুখ।
ব্যাথা গভীরে, ধূর্তের সীমানায়
ব্যাথা রাঙায় মুখ।
ব্যাথা আছে রাজপথে, ব্যাথা আন্দোলনে
ব্যাথা করে আর্তনাদ।
ব্যাথা দিয়ে ঢাকা জীবন,ব্যাথা জনগণ
ব্যাথা জীবনের সাধ।
ব্যাথা আমার লাল জামা, সুন্দর পরিপাটি
ব্যাথা মোরগের গোশত।
ব্যাথায় ঢাকা চাঁদ মামা, সূর্যের কিরণে
ব্যাথা আমার দোসত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।