www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শীত স্বাগতম

শীত_স্বাগতম


হাড় শির শির, গা ঝিরঝির
গাই হিমেলের গীত!
বছর ঘুরে আবার এলো
পৌষ-মাঘের শীত!!
বুক ধড়ফড়; মুখ গড়বড়
লাগছে হিমের তেজ!
চারিদিকে বাষ্প-হাওয়া
শীতের কী আমেজ!!
দাঁত কিড়মিড়; ত্বক চিড়চিড়
ভাঙ্গলো মুখের ভিত!
বছর ঘুরে আবার এলো
পাতা ঝরা শীত!!
হাত চকচক; পা ঠকঠক
হাওয়াই ওড়ে ঘুম
নব-অন্নের জোগান শেষে
চলছে পিঠার ধুম!
লোম চড়চড়; কর্ণ ফাঁপড়
হিমের হল জিত!
বছর ঘুরে আবার এলো
ধুম_পার্বণের শীত!!
নাক তিড়তিড়; বাক বিড়বিড়
গাঢ় পরিচ্ছদ!
মাঠ ভরা ফল- সবজি
কত রঙের পদ!!
চাম কনকন; মন টনটন
শয়ন উপুড়-চিত্
বছর ঘুরে আবার এলো
হাড় কাঁপানো শীত!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সায়েম খান ২২/১১/২০১৩
    আপনার কবিতা পড়ে আরও শীত বেশী লাগছে। আমার ব্লগে দাওয়াত রইলো।
 
Quantcast