সুখ পৃথিবী
সুখ পৃথিবী।
তোমার ধারণায় বিস্তৃত তোমার পৃথিবী
নিজেই গড়ে তোলো তোমার বিশ্ব।
তোমার জীবনের ধারা তোমার হাতে ধরা
আলো অথবা আধাঁরে, যেখানে যেতে যাও
দ্রুত আর নিম্নালয়ে, কখনো এক উদাসীনে
পথটা তোমায় নিজেই তৈরি করতে হয়।
আমাদের মনটা আমাদের পৃথিবী
চারপাশ মহাশুন্যতায় আকার সীমায়
মনটা তোমার করো আকাশের মত
বিশুদ্ধ এবং বিনামূল্যের প্রাপ্যতায়
হৃদয়টা বিস্তৃত এবং খোলা সমুদ্রের মত
তোমার আত্মা তোমার জানালা
হৃদয়ের কাছে জমা হৃদপিন্ডে।
মুখ দিয়ে কেবল প্রকাশমান
এবং প্রেম দিয়ে গড়ে তোলো বাসস্থান ।
তাহলে পৃথিবী হবে মনের মত
মনটা হবে পৃথীবী বিশালতায়
ভালবাসা আর আনন্দের চিত্তে
পাবে এক সুখ পৃথিবী।
বি.দ্র: আমি আমার পাতায় আজকে কবিতা পোস্ট করতে পারছি না, নতুন কবিতা লিখুন, অপশনটি কাজ করছে না।
তোমার ধারণায় বিস্তৃত তোমার পৃথিবী
নিজেই গড়ে তোলো তোমার বিশ্ব।
তোমার জীবনের ধারা তোমার হাতে ধরা
আলো অথবা আধাঁরে, যেখানে যেতে যাও
দ্রুত আর নিম্নালয়ে, কখনো এক উদাসীনে
পথটা তোমায় নিজেই তৈরি করতে হয়।
আমাদের মনটা আমাদের পৃথিবী
চারপাশ মহাশুন্যতায় আকার সীমায়
মনটা তোমার করো আকাশের মত
বিশুদ্ধ এবং বিনামূল্যের প্রাপ্যতায়
হৃদয়টা বিস্তৃত এবং খোলা সমুদ্রের মত
তোমার আত্মা তোমার জানালা
হৃদয়ের কাছে জমা হৃদপিন্ডে।
মুখ দিয়ে কেবল প্রকাশমান
এবং প্রেম দিয়ে গড়ে তোলো বাসস্থান ।
তাহলে পৃথিবী হবে মনের মত
মনটা হবে পৃথীবী বিশালতায়
ভালবাসা আর আনন্দের চিত্তে
পাবে এক সুখ পৃথিবী।
বি.দ্র: আমি আমার পাতায় আজকে কবিতা পোস্ট করতে পারছি না, নতুন কবিতা লিখুন, অপশনটি কাজ করছে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১১/২০১৩ভালো লাগলো