বাক-ধাঁধা শিখি
××××××××××××××××
বসন্তের কোকিল সাজে বিড়াল তপস্বী!
ননীর পুতুল ভাঙ্গে শুধু ভাঁড়ের কলসী!!
আলুর দোষে আটপিঠের আসন টলে!
আস্ত কেউটের, তা দেখে বরফ গলে!!
পকেট সেলামী হাতে পেয়ে, অশেষ প্রকারে!
উদোর পিন্ডি চাঁপায় মামা বুধোর ঘাড়ে!!
আঙ্গুল কামড়ে কী লাভ হবে? আয়াস ঘর
উড়ে এসে জুড়ে বসে, ধনকুবেরের ধামাধর!!
কোথায় খুঁজে কেউকাটা যত অন্ধিসন্ধি!
আওয়াজ তোলে ঘটিরাম, গোপাল নন্দী!!
শাক দিয়ে মাছ ঢেকে পূর্ণ করি ষোলকলা!
সুখের পায়রা হতে হলে, ওজন বুঝে চলা!!
××××××××××××××××××××××××××××
বলতে পারেন এখানে কয়টি বাগধারা ব্যবহৃত হয়েছে?
বসন্তের কোকিল সাজে বিড়াল তপস্বী!
ননীর পুতুল ভাঙ্গে শুধু ভাঁড়ের কলসী!!
আলুর দোষে আটপিঠের আসন টলে!
আস্ত কেউটের, তা দেখে বরফ গলে!!
পকেট সেলামী হাতে পেয়ে, অশেষ প্রকারে!
উদোর পিন্ডি চাঁপায় মামা বুধোর ঘাড়ে!!
আঙ্গুল কামড়ে কী লাভ হবে? আয়াস ঘর
উড়ে এসে জুড়ে বসে, ধনকুবেরের ধামাধর!!
কোথায় খুঁজে কেউকাটা যত অন্ধিসন্ধি!
আওয়াজ তোলে ঘটিরাম, গোপাল নন্দী!!
শাক দিয়ে মাছ ঢেকে পূর্ণ করি ষোলকলা!
সুখের পায়রা হতে হলে, ওজন বুঝে চলা!!
××××××××××××××××××××××××××××
বলতে পারেন এখানে কয়টি বাগধারা ব্যবহৃত হয়েছে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৭/১১/২০১৩সুন্দর হয়েছে।আমার মনে হচ্ছে 14/15 টি হবে।
-
মহিউদ্দিন হেলাল ০৬/১১/২০১৩বাহ! শব্দের অমৃত ধারা!! চমৎকার!!