www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রশান্তিময় মনের খোজে

জীবনকে ভাল রাখতে প্রয়োজন সুন্দর বা প্রশান্তিময় মন। কিভাবে আমরা প্রশান্তিময় মন পেতে পারি? মনোবিজ্ঞানীরা এ ব‌্যাপারে বিস্তারিত আলোচনার পর একটি দিক-নির্দেশনা দিয়েছেন। নিচে সংক্ষেপে ভাল থাকার কৌশল বর্ণনা করা হল:-
১) নিজকে ভালভাবে জানা। প্রথমে নিজের চাহিদা, কামনা, যোগ্যতা, জ্ঞান সম্পর্কে ভাল ধারণা রাখতে হবে। নিজের দোষ-ত্রুটি, ঘাটতিও জানতে হবে।
২) অপরকে জানা ও বোঝা। অন্যের চাহিদা, চাওয়া-পাওয়া ও যোগ্যতাকে গুরত্ব দিতে হবে।
৩) দেহ ও মনের সুস্থ্যতা। শরীরকে ঠিক রাখুন, এতে মনও ভাল থাকবে। নিয়ম করে ব্যায়াম করুন।
৪) পারস্পরিক সুসম্পর্ক ও বিশ্বাস।
৫) বন্ধুত্ব গঠন, ভাল বন্ধুত্বের প্রয়োজন।
৬) পরের চাহিদার সাথে নিজের চাহিদা ও বাস্তবতার মিল খোজা ।
৭) সামাজিক কাজে ও সৃজনশীলকাজে নিজেকে নিয়োজিত রাখা।
৮) মনের অশান্তি, হতাশা, দ্বন্দ্ব, পারস্পরিক ভুল-বোঝা ইত্যাদি দূর করতে অপরের সাহায্য নিন। আপনজনের সাথে এই ব্যাপারে আলোচনা করুন।
৯) ধর্মীয় গ্রন্থ পাঠ করুন। অন্যান্য গঠনমূলক ও সৃজনশীল গ্রন্থও পড়া যেতে পারে।
১০) ধর্মীয় অনুশাসন মেনে চলুন।


আশাকরি এই পদ্ধতি অবলম্বন করে উপকৃত হবেন। আপনাদের সবার মন প্রশান্তি আর শুভ্রতায় ভরে উঠুক। ভাল থাকুন। ধন্যবাদ
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৭২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আহমাদ সাজিদ ০৩/১১/২০১৩
    সবাইকে শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। ধন্যবাদ
  • Înšigniã Āvî ০৩/১১/২০১৩
    osadharon bislesonmulok lekha.....

    valo laaglo
  • אולי כולנו טועים ০৩/১১/২০১৩
    খুব প্রয়োজনীয় লেখা।
    ভালো লাগলো।
  • খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী একটিি লেখা পোস্ট করেছেন।খুবই ভালো লাগলো।তবে অনেক কিছুই চেষ্টা করি কিন্তু যথাযথ ভাবে হয়ে উঠে না।আশাকরি সবাই উপকৃত হবে আপনার লেখা থেকে।শুভকামনা আপনার জন্য।
 
Quantcast