কিছু কচি পদ্য
০১
সূর্য উঠে পূব আকাশে
তুমি আছো টাকার পাশে!!
০২
আমার হক আমার রাইট
সংসদে cock ফাইট!!
০৩
রাজনীতির খেলাঘরে
তোমার আমার দেখা!
স্বার্থ মেলায় মিলন হবে
ক্ষমতার লেখা!!
০৪
নেতা বলেন: আষাঢ় মাসে পাকলো তাল?
ভক্ত বলে: আসলো যে কলির কাল!
নেতা বলেন: তরকারীতে কেনো ঝাল?
তেলুক বলে: তাই লাগাতার হরতাল!
সূর্য উঠে পূব আকাশে
তুমি আছো টাকার পাশে!!
০২
আমার হক আমার রাইট
সংসদে cock ফাইট!!
০৩
রাজনীতির খেলাঘরে
তোমার আমার দেখা!
স্বার্থ মেলায় মিলন হবে
ক্ষমতার লেখা!!
০৪
নেতা বলেন: আষাঢ় মাসে পাকলো তাল?
ভক্ত বলে: আসলো যে কলির কাল!
নেতা বলেন: তরকারীতে কেনো ঝাল?
তেলুক বলে: তাই লাগাতার হরতাল!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ০১/১১/২০১৩বর্তমান পরিস্থিতির সাথে মানানসই। খুব ভাল লেগেছে
-
রাশেদ ভুঁইঞা বিপ্লব ২৭/১০/২০১৩অপূর্ব সুরেলা ছন্দময় শব্দ চয়নে অলংকৃত লেখাটি খুব ভাল লেগেছে কবি।
-
alamin Bapary ২৭/১০/২০১৩Khub bhalo
-
রাখাল ২৭/১০/২০১৩হরতাল মানে কাজের মাঝে আরাম আয়েশ
মার মানুষ, পোড়াও গাড়ী, মিটাও খায়েশ! -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৭/১০/২০১৩ভালো লাগলো
-
জহির রহমান ২৭/১০/২০১৩সবগুলি কচি পদ্য সুন্দর!