ভোটটা খাব গিলে
সুখ নাকি নাই, কোথা সুখী
আগেই ভাল ছিলে।
তাই তো আমি ভোট দেব না
ভোটটা খাব গিলে।।
রাজনীতিতে চলছে খেলা, নীতির হেলায়
দেশটা মিছে ছার।
যাচ্ছে ভেসে রসাতলে, ধীরে ধীরে
কেউ ধারে না ধার।।
আইন কানুন নাই; শক্তি পেশীর
আগেই ছিলাম ভালো
ভাগ্য-নামের বিড়ম্বনায় চলছে জীবন
সুখ নয়নের আলো।
নির্বাচনের ডামাঢোলে, কাঁপছেরে দেশ
হাঁকছে সবাই মিলে।
উন্নয়নে ভরে দেবে, দেশটা সবার
গড়বে তিলে তিলে।।
ভোটটা কোথায় লাগবে কাজে
ভাবায় ভীষণ রকম।
কোথা আমরা দেব ঔষুধ
সব জায়গাতে জখম।।
নেতা-নেত্রীর ভাষণ শোনে
মনটা সবার হত।
ধান ভানতে শিবের গীত
আর শুনব কত।।
ওদের কথা আর শুনব না
কান নিয়ে যাক চিলে।
ভোট দেব না; দেব কাকে
ভোটটাই খাব গিলে।।
আগেই ভাল ছিলে।
তাই তো আমি ভোট দেব না
ভোটটা খাব গিলে।।
রাজনীতিতে চলছে খেলা, নীতির হেলায়
দেশটা মিছে ছার।
যাচ্ছে ভেসে রসাতলে, ধীরে ধীরে
কেউ ধারে না ধার।।
আইন কানুন নাই; শক্তি পেশীর
আগেই ছিলাম ভালো
ভাগ্য-নামের বিড়ম্বনায় চলছে জীবন
সুখ নয়নের আলো।
নির্বাচনের ডামাঢোলে, কাঁপছেরে দেশ
হাঁকছে সবাই মিলে।
উন্নয়নে ভরে দেবে, দেশটা সবার
গড়বে তিলে তিলে।।
ভোটটা কোথায় লাগবে কাজে
ভাবায় ভীষণ রকম।
কোথা আমরা দেব ঔষুধ
সব জায়গাতে জখম।।
নেতা-নেত্রীর ভাষণ শোনে
মনটা সবার হত।
ধান ভানতে শিবের গীত
আর শুনব কত।।
ওদের কথা আর শুনব না
কান নিয়ে যাক চিলে।
ভোট দেব না; দেব কাকে
ভোটটাই খাব গিলে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাধব কুমার সরকার ২৭/১০/২০১৩দাদা অংক করে ভূল হয়, আমি অংক করিনা ভূল হয়না।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৭/১০/২০১৩চমৎকার বলেছেন আপনি।চরম ক্ষোভ প্রকাশ পেয়েছে কবিতা য়।ধন্যবাদ বাস্তব বাদী কবিতা র জন্য।শুভকামনা সবসময়ই।
-
দূরবীণ ২৬/১০/২০১৩fine, best,