ভাব-মনোভাব
আলো দিয়ে ঢাকছি আলো
ভালো বলতে লাগে না ভালো
হারিয়ে গেছে সবার মূল্যবোধ!
হাসি দিয়ে ঢাকছি ভুল
পথের ধারে ফুটছে ফুল
বিবেক মেরে নিচ্ছি প্রতিশোধ!!
মেধা দিয়ে ঢাকছি গুণ
পেশীর চাপে সত্য খুন
অন্যায় দেখে করি না প্রতিবাদ!
স্বভাব গেছে আদিম বনে
জং ধরেছে সবার মনে
পাল্টে গেছে জীবনেরই স্বাদ!!
মনোভাবের বুঝি না ভাব
গাব গাছে ঝুলছে ডাব
সময়- স্রোত কে করবে রোধ!
পরচর্চায় দেহের প্রতিকোষ
চোখ হারিয়ে ঢাকছি নিজের দোষ
কবর দিয়ে নীতি-মূল্যবোধ!!
ভালো বলতে লাগে না ভালো
হারিয়ে গেছে সবার মূল্যবোধ!
হাসি দিয়ে ঢাকছি ভুল
পথের ধারে ফুটছে ফুল
বিবেক মেরে নিচ্ছি প্রতিশোধ!!
মেধা দিয়ে ঢাকছি গুণ
পেশীর চাপে সত্য খুন
অন্যায় দেখে করি না প্রতিবাদ!
স্বভাব গেছে আদিম বনে
জং ধরেছে সবার মনে
পাল্টে গেছে জীবনেরই স্বাদ!!
মনোভাবের বুঝি না ভাব
গাব গাছে ঝুলছে ডাব
সময়- স্রোত কে করবে রোধ!
পরচর্চায় দেহের প্রতিকোষ
চোখ হারিয়ে ঢাকছি নিজের দোষ
কবর দিয়ে নীতি-মূল্যবোধ!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৫/১০/২০১৩চরম কিছু সত্য কবিতা য় ফুটে উঠেছে। বরাবরের মতোই আপনি প্রতিবাদী সবসময়।ধন্যবাদ।আপনার এই গুণ টি ভালো লাগেআমার।শুভকামনা আপনার জন্য।
-
আরজু নাসরিন পনি ২৫/১০/২০১৩অভিমানের, প্রতিবাদের তীব্রতা টের পেলাম কবিতায় ।
শুভেচ্ছা, সাজিদ ।। -
সুবীর কাস্মীর পেরেরা ২৪/১০/২০১৩মুগ্ধ সাজিদ ভাই