সময়ের সাথে
শহুরে ভূত
চেঁপেছে নিঁখুত
গাও গেরামের ঘাড়ে।
বিজলী আলো
রং জমকালো
পল্লী পথের ধারে!!
কোথায় গেল দাড়িয়াবান্ধা
সকাল সন্ধ্যা
মজার কানামাছি।
বনবাঁদাড়ে লুকোচুরি
ফুলের ঝুড়ি
সবই ভুলে গেছি!!
চেঁপেছে নিঁখুত
গাও গেরামের ঘাড়ে।
বিজলী আলো
রং জমকালো
পল্লী পথের ধারে!!
কোথায় গেল দাড়িয়াবান্ধা
সকাল সন্ধ্যা
মজার কানামাছি।
বনবাঁদাড়ে লুকোচুরি
ফুলের ঝুড়ি
সবই ভুলে গেছি!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/১০/২০১৩বরাবরের মতোই চমৎকার ভাবনা নিয়ে আপনি উপস্থিত।খুবই ভালো লাগলো।আপনি সার্থক হয়েছেন আপনার ভাবনা প্রকাশে।ধন্যবাদ।শুভকামনা সবসময়।
-
রাখাল ২৪/১০/২০১৩চমৎকার, সাজিদ ভাই
তুলনা নাই । -
আরজু নাসরিন পনি ২৪/১০/২০১৩নস্টালজিক কবিতা । পড়ে ভালো লাগলো ।
প্রযুক্তি দিয়েছে সভ্যতা কেড়ে নিয়েছে প্রকৃতির ভালোবাসা ...জোনাকির আলো, চাঁদের কিরণ...মায়াময় স্নিগ্ধতা ।
শুভকামনা রইল ।। -
সায়েম খান ২৪/১০/২০১৩ভাল লাগলো,সত্যিই শহুরে জীবনের ব্যস্ততার মাঝে আমরা সেইসব সোনালি দিনগুলোকে হারিয়েছি। ব্যস্ততার ফাঁকে মাঝেমাঝে সেই দিনগুলির কথা ভীষণ মনেপড়ে।
-
সুবীর কাস্মীর পেরেরা ২৩/১০/২০১৩অনবদ্য সাজিদ ভাই