ইঁয়োল
- আহমাদ সাজিদ ( উদাস কবি )
শীতের রাত!
জানালার পাশে বসে নববধু, কাঁপছে দুটি হাত!!
সারারাত জাগি!
দুরু দুরু বুকে, অপেক্ষা করছে যেন কার লাগি!!
ইয়োঁল দেখবে বলে!
সারারাত নববধু জেগে, কেরোসিনের বাতি জ্বেলে!!
মাগরিবের পরে!
শাশুড়ী বলেছিল, ভাল করে লাগিও কপাট, ইঁয়োল আসবে ঘরে!!
রাত্রি গভীর হয়!
কাকে দেখবে বলে বধূ, হিম-ভয় করেছে জয়!!
ইঁয়োল আসবে ঘরে-
কুয়াশার ঝাপটা গায়ে মেখে, বসে আছে কপাটটা ফাঁক করে!!
শাশুড়ী গভীর ঘোরে!
ঠান্ডায়, হতাশায় নববধু ম্রিয়মান, রাতের শেষে ভোরে!!
××××××××××××××××××××××××××
××××××××××××××××××××××××××
শাশুড়ী বললেন রেগে!
ইঁয়োল মেখেছো গায়ে; সারারাত জেগে?
নববধূর সর্দি-জ্বর!
বুঝে গেছে সে এখন; ইঁয়োল করেছে ভর!!
××××××××××× ( কবিতা আসর )××××××
শীতের রাত!
জানালার পাশে বসে নববধু, কাঁপছে দুটি হাত!!
সারারাত জাগি!
দুরু দুরু বুকে, অপেক্ষা করছে যেন কার লাগি!!
ইয়োঁল দেখবে বলে!
সারারাত নববধু জেগে, কেরোসিনের বাতি জ্বেলে!!
মাগরিবের পরে!
শাশুড়ী বলেছিল, ভাল করে লাগিও কপাট, ইঁয়োল আসবে ঘরে!!
রাত্রি গভীর হয়!
কাকে দেখবে বলে বধূ, হিম-ভয় করেছে জয়!!
ইঁয়োল আসবে ঘরে-
কুয়াশার ঝাপটা গায়ে মেখে, বসে আছে কপাটটা ফাঁক করে!!
শাশুড়ী গভীর ঘোরে!
ঠান্ডায়, হতাশায় নববধু ম্রিয়মান, রাতের শেষে ভোরে!!
××××××××××××××××××××××××××
××××××××××××××××××××××××××
শাশুড়ী বললেন রেগে!
ইঁয়োল মেখেছো গায়ে; সারারাত জেগে?
নববধূর সর্দি-জ্বর!
বুঝে গেছে সে এখন; ইঁয়োল করেছে ভর!!
××××××××××× ( কবিতা আসর )××××××
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৮/১০/২০১৩কবিতা হিসেবে সত্যিই সুন্দর।সুন্দর শব্দের মিশেল।কিন্তু আমি হয়তো ভালো পাঠক নই বলে কিছুই বুঝতে পারি নাই।আচ্ছা ইঁয়োল মানে টা কি? উত্তর পেলে খুবই খুশি হতাম।ধন্যবাদ।শুভকামনা আপনার জন্য।
-
সুবীর কাস্মীর পেরেরা ১৮/১০/২০১৩দারুণ সাজিদ ভাই