হৃদয়ের কিছু কথা
চিনেছি আমায় আমার করে, এরচে' ভাল চিনবে কে?
চিনেছি আমি আমার মত, শুধু ভালবাসি তোমাকে
বিশ্ব দেখেছি দৃষ্টির ভিতরে, এর বাইরে কত কী
মনের ভিতরেও আরেক বিশ্ব, আগে তো বুঝি নি!
দিবসে মানব ছায়া লাগে যত কালো
এর চে' বুঝি তবু কৃষ্ণ রজনী ভালো
কিছু ব্যথা যায় সওয়া, কিছু ব্যথা করা যায় ব্যক্ত
কায়িক ব্যথা তবু ভাল, মনের ব্যথা সব চে' শক্ত
চিনেছি আমি আমার মত, শুধু ভালবাসি তোমাকে
বিশ্ব দেখেছি দৃষ্টির ভিতরে, এর বাইরে কত কী
মনের ভিতরেও আরেক বিশ্ব, আগে তো বুঝি নি!
দিবসে মানব ছায়া লাগে যত কালো
এর চে' বুঝি তবু কৃষ্ণ রজনী ভালো
কিছু ব্যথা যায় সওয়া, কিছু ব্যথা করা যায় ব্যক্ত
কায়িক ব্যথা তবু ভাল, মনের ব্যথা সব চে' শক্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।