উদাসী মনের গান
নদীতে নেমে যদি ভিজতে না হয়
বনে যদি না থাকে বাঘের ভয়
সুখ সুখ শিহরণে কেটে যাবে বেলা!
হাসি মুখে করি শেষ জীবনের খেলা!!
পৃথিবীটা হয়ে যায় মনেরই ভুমি
সুখ-দুখ পাশাপাশি, তুমি আর আমি
ভালবাসার সাত রঙে রংধনুর মেলা
সুখ-স্বাদ শিহরণে কেটে যাবে বেলা!
বর্ষার জলধারায় ভিজে যায় মন
সোহাগী প্রাণে তুমি আমার বড় ধন
ক্লান্ত সময়ে তোমার পরশে পাই প্রাণ
ভালবাসার বাগানে নেবো ফুলের ঘ্রাণ
এনেছে জোয়ার মনে ভুলে সৃষ্টি-হেলা
সুখ সুখ শিহরণে কেটে যাবে বেলা!
বনে যদি না থাকে বাঘের ভয়
সুখ সুখ শিহরণে কেটে যাবে বেলা!
হাসি মুখে করি শেষ জীবনের খেলা!!
পৃথিবীটা হয়ে যায় মনেরই ভুমি
সুখ-দুখ পাশাপাশি, তুমি আর আমি
ভালবাসার সাত রঙে রংধনুর মেলা
সুখ-স্বাদ শিহরণে কেটে যাবে বেলা!
বর্ষার জলধারায় ভিজে যায় মন
সোহাগী প্রাণে তুমি আমার বড় ধন
ক্লান্ত সময়ে তোমার পরশে পাই প্রাণ
ভালবাসার বাগানে নেবো ফুলের ঘ্রাণ
এনেছে জোয়ার মনে ভুলে সৃষ্টি-হেলা
সুখ সুখ শিহরণে কেটে যাবে বেলা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৬/১০/২০১৩খুবই সুন্দর প্রকৃতির মিশেলে এক অনন্য কবিতা।চমৎকার আপনার লেখনী।সরল আপনার উপস্থাপন।খুবই ভালো লাগলো! ধন্যবাদ এবং শুভেচ্ছা ও শুভকামনা।
-
সুবীর কাস্মীর পেরেরা ১৪/১০/২০১৩অসাধারণ সাজিদ ভাই