উদাসি সংগীত জেলের তালা মনের তালা
জেলের তালা মনের তালা
জেলের তালা ভাঙ্গা সহজ
মনের তালা নয়
এই তালার একটাই চাবি
ভালবাসা কয়!
চোখ সাগরে নেমে তুমি
সাতার কাটো যদি
নিজকে সাজাও আল্পনাতে
পাঁপড়ি নিরবধি
রুদ্ধমনে বাইরে তালায়
চাবি পেতে চাও?
সীমাহীন ভালবাসায়
নিজেকে সাজাও
তালা-চাবি রুদ্ধগ্রহে
প্রেমেরই বিজয়!
জেলের তালা ভাঙ্গা সহজ
মনের তালা নয়
এই তালার একটাই চাবি
ভালবাসা কয়!
ভালবাসার হৃদকাননে
লুকোচুরি খেলো
হৃদয়ের বিশালতায়
নিজেকে মেলো!
ভালবেসে প্রেমময়ে
ঢুকতে যদি চাও
রুদ্ধমনের তালায় তুমি
চাবিটা ঘুরাও!
ঝেড়ে ফেলে অন্তরের
সব দ্বিধা সংশয়!
জেলের তালা ভাঙ্গা সহজ
মনের তালা নয়
এই তালার একটাই চাবি
ভালবাসা কয়!
জেলের তালা ভাঙ্গা সহজ
মনের তালা নয়
এই তালার একটাই চাবি
ভালবাসা কয়!
চোখ সাগরে নেমে তুমি
সাতার কাটো যদি
নিজকে সাজাও আল্পনাতে
পাঁপড়ি নিরবধি
রুদ্ধমনে বাইরে তালায়
চাবি পেতে চাও?
সীমাহীন ভালবাসায়
নিজেকে সাজাও
তালা-চাবি রুদ্ধগ্রহে
প্রেমেরই বিজয়!
জেলের তালা ভাঙ্গা সহজ
মনের তালা নয়
এই তালার একটাই চাবি
ভালবাসা কয়!
ভালবাসার হৃদকাননে
লুকোচুরি খেলো
হৃদয়ের বিশালতায়
নিজেকে মেলো!
ভালবেসে প্রেমময়ে
ঢুকতে যদি চাও
রুদ্ধমনের তালায় তুমি
চাবিটা ঘুরাও!
ঝেড়ে ফেলে অন্তরের
সব দ্বিধা সংশয়!
জেলের তালা ভাঙ্গা সহজ
মনের তালা নয়
এই তালার একটাই চাবি
ভালবাসা কয়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৭/১০/২০১৩ঠিক। ভালোবাসলে মানুষের মন উদার হয়। বিশাল হয়। সৃষ্টিকে ভালোবাসলে স্রষ্টাও খুশি হয়। খুব ভালো বিষয় নিয়ে কবিতা ভালো লেগেছে
-
Înšigniã Āvî ০৬/১০/২০১৩বাহ........
-
সহিদুল হক ০৬/১০/২০১৩সত্যকথনে সুন্দর কবিতা।
-
সুবীর কাস্মীর পেরেরা ০৬/১০/২০১৩খাটি কথা সাজিদ ভাই
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৬/১০/২০১৩সুন্দর ছন্দ।