কোমায় মূল্যবোধ
× সৌজন্যতা×
যখনই ভালবেসে, কোনো কাজের
করবে সূচনা
বলবে না কেউ; হাসি মুখে-
"এই কাজের নেই তুলনা"
গোমড়া মুখে, বলবে- ভাল
"কিন্তু" লাগিয়ে!
বোধের অভাব, বিজ্ঞজনে
তুলছে ভাবিয়ে!
সময়ের স্রোত চলছে বয়ে
ঠিক আগের মত।
বর্জিত বিবেক নিত্য কাঁদে
ভাব করছি অবিরত!
সময়টা নয় এতো ছোট্ট
যাব কয়েক ক্রোশ।
মূল্যবোধকে কোমায় দিয়ে
কী করছি দোষ?
হারানো প্রহর.স্মৃতির পাতায়
জমাট বেধেঁছে।
আর বলো না,"আগের দিন
বাঘে খেয়েছে!
দিন তো আগের মতো
ঠিকই আছে।
পাল্টে গেছি আমরা সবাই
মূল্যবোধের কাছে!!
(কবিতা আসর)
যখনই ভালবেসে, কোনো কাজের
করবে সূচনা
বলবে না কেউ; হাসি মুখে-
"এই কাজের নেই তুলনা"
গোমড়া মুখে, বলবে- ভাল
"কিন্তু" লাগিয়ে!
বোধের অভাব, বিজ্ঞজনে
তুলছে ভাবিয়ে!
সময়ের স্রোত চলছে বয়ে
ঠিক আগের মত।
বর্জিত বিবেক নিত্য কাঁদে
ভাব করছি অবিরত!
সময়টা নয় এতো ছোট্ট
যাব কয়েক ক্রোশ।
মূল্যবোধকে কোমায় দিয়ে
কী করছি দোষ?
হারানো প্রহর.স্মৃতির পাতায়
জমাট বেধেঁছে।
আর বলো না,"আগের দিন
বাঘে খেয়েছে!
দিন তো আগের মতো
ঠিকই আছে।
পাল্টে গেছি আমরা সবাই
মূল্যবোধের কাছে!!
(কবিতা আসর)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ০৩/১০/২০১৩--নতুন কিছু করি, কবিতাটা ভালো আসরে পড়েছি মনে হয়
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৩/১০/২০১৩আসলে দিন ঠিক থাকে পাল্টায় আমরা, ঐক্যমত পোষণ করছি
-
Înšigniã Āvî ০৩/১০/২০১৩একদম.......
বাস্তবধর্মী লেখা