www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিচিত্র জন্মভুমি

পৃথিবীর মহা বিস্ময়, বাংলার বনী আদম
যমের গলায় পড়িয়ে মালা, ডাকছি প্রিয়তম।
বিচিত্র বঙ্গভূমি! জন্মই যেন আজন্ম গলদ
গমচোরের হাতে লেখা আমারই "জন্ম সনদ"।
বিস্ময় জন্মভূমি; চমকিত চোখে করি অবলোকন
চরিত্রহীন লোকেরা করে আজ চরিত্রের সত্যয়ন।
বিচিত্র পৃথিবী! তারচে' বিচিত্র ধ্বংশলীলার গান
বিড়ির মোড়কেই মহাকাব্য- "ধূমপানে বিষপান"।
আমার জন্মভূমি, আমায় করলে হতাশ
শষ্যগুলো কেটে ফেলে আজ, মাঠ ভরা ঘাস।
শিকল-বন্ধনে শোনায়, মুক্তির মায়ামন্ত্র
সভ্য পৃথিবী! তার চেয়েও বড় বিস্ময় আমাদের গণতন্ত্র।
শোষণের বেড়ি পায়ে- "জনগণই ক্ষমতার উত্স"
খন্ডিত লাশে চলে নমূনা, বিস্ময় বিভত্স।
বিচিত্র জন্মভূমি! ধ্বংশের নৃত্যে করি বিজয়ের উল্লাস
গণতন্ত্রের মরা কাঁধে বেহুঁশ ভূমি, জনগণের ফাঁস।
আমার কেনা গোলাম, আমাকেই করে শাষণ
"ফালতু" লোকের দখলে আজ বিচারের আসন।
অবাক বিস্ময়ে দেখি, সাধূর ভিতরে চোরের বসবাস
সেলুকাস!জীবনটাই সেলুকাস!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আর. এইচ. মামুন ০১/১০/২০১৩
    এত সমস্যার মাঝে আমরা টিকে আছি এটাই মনে হয় সবচেয়ে বিচিত্র।
    ধন্যবাদ কবিতার জন্য।
  • সহিদুল হক ৩০/০৯/২০১৩
    জন্মভূমির দুর্দশাগ্রস্ত অবস্থার কথা সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে কবিতাটিতে।
  • ভোরের পাখি ৩০/০৯/২০১৩
    বিচিত্র জন্মভুমি!! খুব ভাল
    ধন্যবাদ আহমাদ সাজিদ
  • Înšigniã Āvî ৩০/০৯/২০১৩
    একদম ঠিক বলেছেন.......
    খুব বাস্তব,

    ভাল লাগা জানাই ।
  • ইব্রাহীম রাসেল ৩০/০৯/২০১৩
    --ভালো লাগলো সেলুকাস
 
Quantcast