বিলাস পূরণ
তিনটি দেশের রাষ্ট্রপ্রধান, হাওয়াই যানে চড়ে
চিত্তবিলাস পূরণ করেন, বিশ্ব-ভ্রমন করে!
সাথে তাদের ভোগ-সামগ্রী, সংখ্যা অগণন
আরো আছে নারী-পুরুষ, সেরা সেরা জন!
কেউ বা তাদের মনোরঞ্জনে, কেউ দৃষ্টি_বিলাস
জনগণের রক্তচোষে, মেটাই তাদের পিয়াস!
এরা আছে চিত্তসুখে, না ফুরানো ভোগ
খেয়ে খেয়ে ওরাই আবার, বাঁধায় দেহে রোগ!
"এক বিজ্ঞানী" ফেলে দিলেন, মার্কিনীদের দল
রাষ্ট্রপ্রধান বললেন হেসে, আছে এভেইলেবল। (available)
তাই না দেখে "ব্রিটিশ রাজা" এক সাংবাদিক ধরে
বিমান থেকে ফেলে দিয়ে, হাসলেন গর্বভরে!
বলেন তিনি;এসব আছে আমার দেশে, ঢের
এসব দেখে মুচকি হাসেন "প্রধান বঙ্গ দেশের"!
পাশে বসা নেতা ধরে, দিলেন নিচে ফেলে
এসব পাবে ভুরি ভুরি, আমার দেশে গেলে!
××××××××××××××××××××××××
পটভূমিকা:
রাজনীতিবিদদের বাক স্বাধীনতা আছে দেহবলে
পাবলিকেরও নাকি আছে! তবে তা বাঁধাই করা ফাইলে
নইলে যা হতো, কবিতাটার সারমর্ম
ফল পায় হাতে হাতে , যার যা ধর্ম
নেতার আছে বাক স্বাধীনতা, হায় রে কবি; তুমি না লিখতে পারলে স্বাধীন ভাবে
শিল্পী না পারল আঁকতে ছবি।
প্রিয় পাঠক ইন্টারনেটের একটা জোক শুনুন-
"একবার হেলিকপ্টারে করে বাংলার আকাশে চড়েছেন বাংলাদেশের তিন দল প্রধান। বেগম খালেদা জিয়া একশ টাকার একটা নোট নিচে ফেলে দিয়ে বললেন: দেশের একজন লোকের উপকার করলাম। তা দেখে শেখ হাসিনা দুইটা পঞ্চাশ টাকার নোট নিচে ফেলে দিয়ে বললেন: দেশের দুইজন লোকের উপকার করলাম। হু.মু. এরশাদ সাহেব একশ" এক টাকার নোট নিচে ফেলে দিয়ে বললেন: একশ জনের উপকার করলাম। এদের এসব দেখে মহামান্য পাইলট সাহেব এই তিনজনকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে বললেন: পুরো জাতির উপকার করলাম।"
চিত্তবিলাস পূরণ করেন, বিশ্ব-ভ্রমন করে!
সাথে তাদের ভোগ-সামগ্রী, সংখ্যা অগণন
আরো আছে নারী-পুরুষ, সেরা সেরা জন!
কেউ বা তাদের মনোরঞ্জনে, কেউ দৃষ্টি_বিলাস
জনগণের রক্তচোষে, মেটাই তাদের পিয়াস!
এরা আছে চিত্তসুখে, না ফুরানো ভোগ
খেয়ে খেয়ে ওরাই আবার, বাঁধায় দেহে রোগ!
"এক বিজ্ঞানী" ফেলে দিলেন, মার্কিনীদের দল
রাষ্ট্রপ্রধান বললেন হেসে, আছে এভেইলেবল। (available)
তাই না দেখে "ব্রিটিশ রাজা" এক সাংবাদিক ধরে
বিমান থেকে ফেলে দিয়ে, হাসলেন গর্বভরে!
বলেন তিনি;এসব আছে আমার দেশে, ঢের
এসব দেখে মুচকি হাসেন "প্রধান বঙ্গ দেশের"!
পাশে বসা নেতা ধরে, দিলেন নিচে ফেলে
এসব পাবে ভুরি ভুরি, আমার দেশে গেলে!
××××××××××××××××××××××××
পটভূমিকা:
রাজনীতিবিদদের বাক স্বাধীনতা আছে দেহবলে
পাবলিকেরও নাকি আছে! তবে তা বাঁধাই করা ফাইলে
নইলে যা হতো, কবিতাটার সারমর্ম
ফল পায় হাতে হাতে , যার যা ধর্ম
নেতার আছে বাক স্বাধীনতা, হায় রে কবি; তুমি না লিখতে পারলে স্বাধীন ভাবে
শিল্পী না পারল আঁকতে ছবি।
প্রিয় পাঠক ইন্টারনেটের একটা জোক শুনুন-
"একবার হেলিকপ্টারে করে বাংলার আকাশে চড়েছেন বাংলাদেশের তিন দল প্রধান। বেগম খালেদা জিয়া একশ টাকার একটা নোট নিচে ফেলে দিয়ে বললেন: দেশের একজন লোকের উপকার করলাম। তা দেখে শেখ হাসিনা দুইটা পঞ্চাশ টাকার নোট নিচে ফেলে দিয়ে বললেন: দেশের দুইজন লোকের উপকার করলাম। হু.মু. এরশাদ সাহেব একশ" এক টাকার নোট নিচে ফেলে দিয়ে বললেন: একশ জনের উপকার করলাম। এদের এসব দেখে মহামান্য পাইলট সাহেব এই তিনজনকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে বললেন: পুরো জাতির উপকার করলাম।"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ৩০/০৯/২০১৩পুরোটাই সময়োপযোগি রচনা
-
Înšigniã Āvî ৩০/০৯/২০১৩
-
সহিদুল হক ৩০/০৯/২০১৩বেশ!
-
আহমাদ সাজিদ ২৯/০৯/২০১৩http://www.poemhunter.com/poem/broken-heart-259/
-
ভোরের পাখি ২৯/০৯/২০১৩ভাল মজা পেলাম
-
সাইফুল ইসলাম মোল্লা ২৯/০৯/২০১৩ভাল লাগল
-
সুবীর কাস্মীর পেরেরা ২৯/০৯/২০১৩হাস্যরসের হলেও এটাই বাস্তব। আমাদের দেশে যেমন দলে ভরা তেমন নেতায়ও ভরা। খুব ভাল লাগল