জীবন
জীবন আমার প্রশ্নচিহ্ন ?
জীবন গোলা-বর্গ
জীবন কমা, জীবন কোলন;
জীবন বিসর্গ:
কখনো জীবন পোড়ায় মন
কখনো জীবন ড্যাস-
জীবন ভাবায়, জীবন কাঁদায়
জীবন আমার বেশ!
জীবন হতাশার, জীবন অস্থিরতা
জীবন বড় কষ্ট
কখনো জীবন চিন্তা ভীষণ
কখনো জীবন ভ্রষ্ট!
জীবন আমার ব্ল্যাকহোল
জীবন নরক বাড়ি
জীবন ব্র্যাকেট(), জীবন মাইনাস_
কখনো জীবন দাড়ি।
কখনো জীবন ভাসায় মন
মহাশুন্যতার ভেলা
জীবন হাসায়,জীবন কাঁদায়
জীবন সারা বেলা!
জীবন আমার মধ্য-দুপুরে,
সূর্যের কড়া তাপ
জীবন যোগ,জীবন বিয়োগ
জীবন নিঁখুত মাপ!
কখনো জীবন হারায় স্পন্দন
কখনো জীবন সমবর্গ।
জীবন কমা, জীবন কোলন
জীবন বিসর্গ!
জীবন মেঘলা, জীবন আধাঁর
জীবন মোষল বৃষ্টি
কখনো জীবন শরতাকাশ,
কী অপরূপ সৃষ্টি!
জীবন আমার ঘুর্ণিঝড়ে.......
জীবন মৃত্যু-ফাঁদ
কখনো জীবন হাসির রেখা
ঈদের বাঁকা চাঁদ!
জীবন স্টার×জীবন হ্যাস°
জীবন আমার ছক
জীবন ঝাল জীবন মিষ্টি
জীবন আমার টক!
কখনো জীবন নরক জ্বালা
জীবন আমার স্বর্গ।
জীবন কমা, জীবন কোলন;
জীবন বিসর্গ!
জীবন গোলা-বর্গ
জীবন কমা, জীবন কোলন;
জীবন বিসর্গ:
কখনো জীবন পোড়ায় মন
কখনো জীবন ড্যাস-
জীবন ভাবায়, জীবন কাঁদায়
জীবন আমার বেশ!
জীবন হতাশার, জীবন অস্থিরতা
জীবন বড় কষ্ট
কখনো জীবন চিন্তা ভীষণ
কখনো জীবন ভ্রষ্ট!
জীবন আমার ব্ল্যাকহোল
জীবন নরক বাড়ি
জীবন ব্র্যাকেট(), জীবন মাইনাস_
কখনো জীবন দাড়ি।
কখনো জীবন ভাসায় মন
মহাশুন্যতার ভেলা
জীবন হাসায়,জীবন কাঁদায়
জীবন সারা বেলা!
জীবন আমার মধ্য-দুপুরে,
সূর্যের কড়া তাপ
জীবন যোগ,জীবন বিয়োগ
জীবন নিঁখুত মাপ!
কখনো জীবন হারায় স্পন্দন
কখনো জীবন সমবর্গ।
জীবন কমা, জীবন কোলন
জীবন বিসর্গ!
জীবন মেঘলা, জীবন আধাঁর
জীবন মোষল বৃষ্টি
কখনো জীবন শরতাকাশ,
কী অপরূপ সৃষ্টি!
জীবন আমার ঘুর্ণিঝড়ে.......
জীবন মৃত্যু-ফাঁদ
কখনো জীবন হাসির রেখা
ঈদের বাঁকা চাঁদ!
জীবন স্টার×জীবন হ্যাস°
জীবন আমার ছক
জীবন ঝাল জীবন মিষ্টি
জীবন আমার টক!
কখনো জীবন নরক জ্বালা
জীবন আমার স্বর্গ।
জীবন কমা, জীবন কোলন;
জীবন বিসর্গ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২৮/০৯/২০১৩
-
সুবীর কাস্মীর পেরেরা ২৮/০৯/২০১৩ছোট এই জীবনটা কত ভাবে দেখা যায়। যে এই কবিতা থেকে পেলাম। খুব ভাল লাগল
-
ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩জীবন নিয়ে এমন ভাবনা এর আগে কেউ ভেবেছে কিনা আমার জানিনা, দারুন
-
সাইফুল ইসলাম মোল্লা ২৮/০৯/২০১৩কখনো জীবন নরক জ্বালা
কখনো জীবন স্বর্গ
জীবন কমা, জীবন দাড়ি
কখনো জীবন বিসর্গ
---------খুবই ভাল লাগল -
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৮/০৯/২০১৩জীবন প্রাপ্তি জীবন তৃপ্তি
জীবন উৎসর্গ
জীবন কমা, জীবন কোলন:
জীবন বিসর্গঃ
অসাধারণ কবিতা
খুব ভাল লাগা