www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিড়ম্বনা (চতুর্থ পর্ব)

বিড়ম্বনা
৪র্থ পর্ব: হাতের রেখা কথা বলে

হাতের রেখা দেখা অনেকেরই হবি। আমিও ছোটবেলায় মানুষের হাত দেখে মন্তব্য করে মজা পেতাম। হস্তরেখার বই পড়ে কিছু ব্যাপার জানা ছিল; আর ধারণা প্রবল করে কিছু বললেই হল। অনেকেই বিশ্বাস করত। কেউ বা মজা পেত। প্রতিটি মানুষেরই জীবনে কিছু সুখের মূহুর্ত, কিছু দু:খের স্মৃতি আছে। কষ্ট-বিষাদ-দূর্ঘটনা-হাসি-খুশি-প্রেম- ভালবাসা মিলিয়েই জীবন। এই জন্যই আমি যদি কারো হাত দেখে বলি, ছোট্ট বেলায় আপনার একটা বা দুটো ফাঁড়া ছিল; তাহলে সে ছোটবেলার কোনো দূর্ঘটনা বা বিপদের কথা মনে করার চেষ্টা করবে। এভাবে আমার কথার সাথে তারা তাদের জীবনকে মেলাতে চেষ্টা করে।
বিকেলে বন্ধু অভির বাড়িতে গেছি। ও আমার ঘনিষ্ট ও শ্রেষ্ঠ বন্ধু। ওর বাড়িতে ছোটবেলার বেশিরভাগ সময় কেটেছে।
গিয়ে দেখি নতুন এক মেয়ে আমার বয়সী। জানতে পারলাম অভির মামাত বোন। শায়লা মিথি। অভ‌্যাস বশত: আর অভির বড় ভাবীর (আমার ভক্ত) তাগিদে মিথির হাত দেখতে লাগলাম। এক পর্যায়ে বললাম:
তোমার হাতে ২টা প্রেম দেখতে পাচ্ছি, দু:খের বিষয় (আমি করুণ মুখে বলতে লাগলাম) তোমার কোনো প্রেম সাকসেস হবে না। এক পর্যায়ে তোমার পারিবারিকভাবে বিয়ে হবে।
আমার কথা শুনে ওর মুখে হাসি ফোটে উঠল,ভাবীদের মুখ করুণ হয়ে গেল। আমি তো অবাক, ঘটনা কী?
পরে অভির কাছ থেকে যা শুনলাম, তার সারমর্ম হল- অভির খালাত ভাই রশিদভাই (ভার্সিটির  শিক্ষক, নতুন যোগ দিয়েছেন, আগে কয়েকদিন দেখেছি )ওর সাথে মিথির প্রেম ছোটবেলা থেকে। পারিবারিকভাবে বিষয়টির সোরাহা হয় নি। তাই গতকাল ওরা পালিয়ে বিয়ে করে অভিদের বাড়ি এসেছে।
আমি অভিকে দুষতে লাগলাম, আগে কেন রশিদ ভাইয়ের বিখ‌্যাত প্রেমের ঘটনা বলে নি। ওকে ধমকিয়ে বাড়ি চলে আসলাম .... এ ছাড়া আর কী করতে পারতাম?
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৮০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আমি এখন আপনার সে সময়ের মুখের কথা চিন্তা করছি ।
  • জাহাঙ্গীর আলম ২৫/০৯/২০১৩
    ভাল মজা েপলাম...
  • ভাল লেগেছে, খুবই মজা পেলাম@সাজিদ
  • Înšigniã Āvî ২৫/০৯/২০১৩
    মন কাড়া
    • আহমাদ সাজিদ ২৫/০৯/২০১৩
      মন কাড়তে নয়। অভিজ্ঞতা শেয়ার করলাম। তোমাদের এধরণের ভাগ্য বিড়ম্বনা থাকলে লিখতে পারো.....
      • Înšigniã Āvî ২৫/০৯/২০১৩
        এখনো হয়নি...হলে তারুণ্য তো আছেই
        • আহমাদ সাজিদ ২৫/০৯/২০১৩
          বলো কি এখনো হয় নি, জীবনের বৈচিত্র কোথায় কবি?
          • Înšigniã Āvî ২৫/০৯/২০১৩
            birombona hoini baa evabe hoini...
            • আহমাদ সাজিদ ২৫/০৯/২০১৩
              birombonay na porai bhalo!
              thanks kobi
 
Quantcast