ভাগ্য বিড়ম্বনা (তৃতীয় পর্ব)
তৃতীয় পর্ব
মাটির হাড়ি
একদিন মাটির হাড়ি পাতিল বিক্রেতা এসে তার জিনিস দেখাতে লাগল। একজন হাড়ি দেখতে চাইলৈ, সে জানাল তার কাছে মজবুত হাড়ি আছে। হাড়ির মজবুত কতটা, তা দেখাতে সে হাড়ি উপুর করে তার উপর উঠে দাঁড়াল। আমরা ছোটরা খুবই আশ্চর্য হলাম তার কৌশল না জানার কারণে (আসলে উপুর করার কারণে হাড়ির ভিতর পরিপূর্ণ বাতাসে আটকানো, বাতাসের চাপের কারণে তা ভাঙ্গছে না। এ ক্ষেত্রে খুবই সতর্কতা দরকার, কারণ মাটির উপর সুন্দর ভাবে বসাতে হবে যাতে ভিতর থেকে কোনো বাতাস বের হতে না পারে।) সে হাড়ির উপর উঠে কয়েকবার ভর দিল। একজন আবার তার উপর দাঁড়াতে বললে সে আবার দাড়ানো মাত্র তা ভেঙ্গে তার পা ভিতরে আটকে যায়। মাটির পাতিল বিক্রতার মুখ পাংশু হয়ে যায়।
মাটির হাড়ি
একদিন মাটির হাড়ি পাতিল বিক্রেতা এসে তার জিনিস দেখাতে লাগল। একজন হাড়ি দেখতে চাইলৈ, সে জানাল তার কাছে মজবুত হাড়ি আছে। হাড়ির মজবুত কতটা, তা দেখাতে সে হাড়ি উপুর করে তার উপর উঠে দাঁড়াল। আমরা ছোটরা খুবই আশ্চর্য হলাম তার কৌশল না জানার কারণে (আসলে উপুর করার কারণে হাড়ির ভিতর পরিপূর্ণ বাতাসে আটকানো, বাতাসের চাপের কারণে তা ভাঙ্গছে না। এ ক্ষেত্রে খুবই সতর্কতা দরকার, কারণ মাটির উপর সুন্দর ভাবে বসাতে হবে যাতে ভিতর থেকে কোনো বাতাস বের হতে না পারে।) সে হাড়ির উপর উঠে কয়েকবার ভর দিল। একজন আবার তার উপর দাঁড়াতে বললে সে আবার দাড়ানো মাত্র তা ভেঙ্গে তার পা ভিতরে আটকে যায়। মাটির পাতিল বিক্রতার মুখ পাংশু হয়ে যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ২৪/০৯/২০১৩বাঃ দারুণ
-
Înšigniã Āvî ২৪/০৯/২০১৩ভুল কমেন্টের জন্য ক্ষমা প্রার্থনা করছি,
পড়েছি ২য় পর্ব.... ওটা একসাথেই ছিল আগেরদিনের লেখায় । -
Înšigniã Āvî ২৪/০৯/২০১৩
কিন্তু ২য় পর্ব দেখতে পেলাম না, তাহলে এটা কী ২য় পর্ব ?