www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবনের কৌতুক

দাদু: তুই নারিকেল গাছে উঠেছিস কেন?
নাতি: ইঞ্জিনিয়ার কলেজের মেয়েদের দেখব বলে।
দাদু: এবার দুই হাত ছেড়ে দে
নাতি: কেন?
দাদু: তাহলে মেডিক্যাল কলেজের ছাত্রীদের দেখতে পাবি।

××××××××××××××××××××××××××
: কমিশনার সাহেব বাসায় আছেন?
: কেন?
: আমার চারিত্রিক সার্টিফিকেট লাগবে।
: তিনমাস পরে আসেন, তিনি নারীঘটিত কেসে ছয়মাসের জেলে আছেন।
×××××××××××××××××××
স্যার: প্রতিজ্ঞা কর জীবনে সিগারেট, মদ খাবি না।
ছাত্র: প্রতিজ্ঞা করলাম স্যার, খাব না।
স্যার: প্রতিজ্ঞা কর, জীবনে মেয়েদের দিকে তাকাবি না।
ছাত্র: প্রতিজ্ঞা করলাম স্যার,তাকাব না।
স্যার: প্রতিজ্ঞা কর মেয়েদের টিস করবি না, গায়ে হাত দিবি না।
ছাত্র: প্রতিজ্ঞা করলাম স্যার, করব না।
স্যার: প্রতিজ্ঞা কর, প্রয়োজনে শহীদ হবি
ছাত্র: প্রতিজ্ঞা করলাম স্যার, শহীদ হয়ে যাব; এই জীবন রেখে আর কী লাভ বলুন...............
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১৫৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তরুণ কান্তি ০৬/০৭/২০১৮
    খুবই ভালো লাগলো।
  • হায় ! জীবন রেখে কি লাভ !!!!!!! স্যারজি ওকে একটু ক্ষমা করে একটা সুযোগ দিননা। প্লিজ। খুব মজা। দারুন। এমনি লিখতে থাকুন। অনেক শুভেচ্ছা রইলো।
  • মজা পেলাম। এ জীবন রেখে আর কি লাভ?
  • সহিদুল হক ২২/০৯/২০১৩
    হাঃ হাঃ হাঃ,প্রচলিত কোতুকগুলি আরও একবার পড়ে ভাল লাগলো।
  • সুন্দর।
    নারিকেল গাছে, কমিশনারের কাছে, স্যারের কাছে
    সব কেমন উল্টাপাল্টা হয়ে গেছে
  • আহমাদ সাজিদ ২১/০৯/২০১৩
    জীবনকে উপভোগ করুন। প্রাণ খুলে হাসুন..
  • ইব্রাহীম রাসেল ২১/০৯/২০১৩
    হা হা হা খুব হেসেছি-----
  • Înšigniã Āvî ২১/০৯/২০১৩
    হি হি :) ব্যাপক লাগলো :D :)
    প্রাণ খুলে হাসলাম
 
Quantcast