ঢং
শক্তের চাঁপে পিষে
নরমের দল!
ভাটা থেকে ঘোলা করে
উজানের জল!!
নীতি নিয়ে পরনীতি
করে ছারখার।
তোষামোদে চুনোপুঁটি
করে,স্যার স্যার!!
নাক দিয়ে হাঁক ছাড়ে
রাঘব বোয়াল!
তার কথা না শুনলে
দেবে হরতাল!!
রক্তের হোলি খেলে
গায়ে মেখে রং।
নিজের দোষ,পরের কাঁধে
দিয়ে সাজে সঙ!!
দেখো এবার চোখ খুলে
ভোদরের ঢং।
ঢং ঢং ঢং! না করে ভং
চলো এবার তুলে ফেলি
এই সমাজের জং!!
ঢং ঢং ঢং! না করে রং
এবার চলো খুলে ফেলি
ভোদর লোকের সং!!
নরমের দল!
ভাটা থেকে ঘোলা করে
উজানের জল!!
নীতি নিয়ে পরনীতি
করে ছারখার।
তোষামোদে চুনোপুঁটি
করে,স্যার স্যার!!
নাক দিয়ে হাঁক ছাড়ে
রাঘব বোয়াল!
তার কথা না শুনলে
দেবে হরতাল!!
রক্তের হোলি খেলে
গায়ে মেখে রং।
নিজের দোষ,পরের কাঁধে
দিয়ে সাজে সঙ!!
দেখো এবার চোখ খুলে
ভোদরের ঢং।
ঢং ঢং ঢং! না করে ভং
চলো এবার তুলে ফেলি
এই সমাজের জং!!
ঢং ঢং ঢং! না করে রং
এবার চলো খুলে ফেলি
ভোদর লোকের সং!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ১৯/০৯/২০১৩
-
রোদের ছায়া ১৯/০৯/২০১৩দারুন । খুব খুব সুন্দর ছড়া আর বিষয় নির্বাচন সত্যি যুগোপযোগী।
-
পল্লব ১৮/০৯/২০১৩চমতকার ছন্দোবদ্ধ প্রতিবাদী কবিতা।
সমসাময়িক ঘটনার চিত্রণ