মন বিলাসি
ঐ যে আকাশ,দূরের নীলাভ
ডাকছে আমায় হাতছানিতে!
রংগিন সাজে সাজছে যেনো
আমার বোবা মন কাড়িতে!!
কল্পতরুর শাখাগুলো
বীজ বুনেছে হৃদয় পটে!
অবাক হয়ে লক্ষ্য করি
আমায় কারা ডাকছে বটে!!
মেঘের ভেলায় মন ছুঁয়ে যায়
ছন্দমূখর ঝলকানীতে!!
ঐ যে আকাশ,দূরের নীলাভ
ডাকছে আমায় হাতছানিতে!
সাদা সাদা পাহাড়গুলো
বাঁধছে জমাট কালো;
চারিদিকে মিলছে আভা
অন্ধ সাজে আলো।
একটু আলো একটু ছায়া
দাঁড়িয়ে তখন এক সাড়িতে!!
ঐ যে আকাশ দূরের নীলাভ
ডাকছে আমায় হাতছানীতে!!
(উদাস কবি)
ডাকছে আমায় হাতছানিতে!
রংগিন সাজে সাজছে যেনো
আমার বোবা মন কাড়িতে!!
কল্পতরুর শাখাগুলো
বীজ বুনেছে হৃদয় পটে!
অবাক হয়ে লক্ষ্য করি
আমায় কারা ডাকছে বটে!!
মেঘের ভেলায় মন ছুঁয়ে যায়
ছন্দমূখর ঝলকানীতে!!
ঐ যে আকাশ,দূরের নীলাভ
ডাকছে আমায় হাতছানিতে!
সাদা সাদা পাহাড়গুলো
বাঁধছে জমাট কালো;
চারিদিকে মিলছে আভা
অন্ধ সাজে আলো।
একটু আলো একটু ছায়া
দাঁড়িয়ে তখন এক সাড়িতে!!
ঐ যে আকাশ দূরের নীলাভ
ডাকছে আমায় হাতছানীতে!!
(উদাস কবি)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আফসানা ইয়াসমিন (সাথী) ১৬/০৯/২০১৩খুবই ভাল লাগল। ধন্যবাদ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৬/০৯/২০১৩সুন্দর হয়েছে
-
আহমাদ সাজিদ ১৬/০৯/২০১৩জীবন মানে যন্ত্রণা