বই পড়া
সবচে ভালো সব সময়ে
হাতের কাছে বই,
সে তো হলো ভালো কথার
যত্নে রাখা সই।
অন্ধকারে আলো জ্বেলে
পথটা চিনতে শেখায়,
কোনটা ভালো কোনটা খারাপ
আঙুল দিয়ে দেখায়।
বই না পড়ে দূরে ঠেলে
অন্ধ থাকে লোক,
সব খুলে দেয় সব জানলা—
বাড়ায় মনের চোখ।
বই পড়লে যে চোখের সামনে
জ্ঞানের জগত খুলে,
জ্ঞান না হলে বলবে কথা
কেমন মাথা তুলে?
হাতের কাছে বই,
সে তো হলো ভালো কথার
যত্নে রাখা সই।
অন্ধকারে আলো জ্বেলে
পথটা চিনতে শেখায়,
কোনটা ভালো কোনটা খারাপ
আঙুল দিয়ে দেখায়।
বই না পড়ে দূরে ঠেলে
অন্ধ থাকে লোক,
সব খুলে দেয় সব জানলা—
বাড়ায় মনের চোখ।
বই পড়লে যে চোখের সামনে
জ্ঞানের জগত খুলে,
জ্ঞান না হলে বলবে কথা
কেমন মাথা তুলে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২৩/০১/২০২১চমৎকার কবি দা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২২/০১/২০২১বই অকৃত্রিম বন্ধু সকলের।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২২/০১/২০২১বই পড়
জীবন গড়। -
ফয়জুল মহী ২১/০১/২০২১Excellent writen